হোম > অপরাধ > চট্টগ্রাম

র‍্যাবের কাছ থেকে ছাড়িয়ে নিতে ৭০ হাজার টাকা, প্রতারক চক্র আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে র‍্যাবের কাছ থেকে আসামি ছাড়িয়ে নেওয়ার কথা বলে ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের ছয়জনকে আটক করেছে র‍্যাব।

গত বৃহস্পতিবার ও শুক্রবার নগরের বায়েজিদে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—দুই সহোদর রুবেল হোসেন (৩৬) ও মানিক হোসেন (৩৮), নজরুল ইসলাম (৪৫), মিজানুর রহমান (৩৪), নীরব (২১) ও আবু তৈয়ব সিদ্দিকী মিঠু (৪৯)।

র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এ ব্যাপারে আজ শনিবার বলেন, গত ২৬ জুন জাল দলিল স্ট্যাম্প মজুত ও বিক্রির অপরাধে ইদ্রিস পাটোয়ারী (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করে র‍্যাব-৭। ওই ঘটনার পর রুবেল নামের এক ব্যক্তি র‍্যাবের ক্যাম্প কমান্ডারের ড্রাইভার ও র‍্যাব সদস্য পরিচয় দিয়ে ইদ্রিস পাটোয়ারীকে ছাড়িয়ে নেওয়ার কথা বলে ৭০ হাজার টাকা আত্মসাৎ করেন। বিকাশের মাধ্যমে এই টাকার লেনদেন হয়।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, টাকা দেওয়ার পর ইদ্রিস পাটোয়ারী বাসায় ফিরে না আসায় তাঁর স্ত্রীর সন্দেহ হয়। পরে তিনি ডবলমুরিং থানা ও র‍্যাব অফিসে যোগাযোগ করে জানতে পারেন, ইদ্রিসের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে তিনি র‍্যাব কার্যালয়ে ঘটনাটি খুলে বলেন।

র‍্যাব অনুসন্ধান করে ঘটনার সত্যতা পেয়ে অভিযান চালিয়ে রুবেলসহ প্রতারক চক্রের ছয়জনকে আটক করে। তাঁরা দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত। নুরুল আবছার বলেন, ‘আটক ব্যক্তিদের মধ্যে মানিক হোসেন খুলশী থানার একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।’

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ