কক্সবাজারের উখিয়ার থাইংখালী শিবির থেকে অপহরণের ১৯ দিন পর টেকনাফের শালবাগান শিবিরসংলগ্ন পাহাড় থেকে দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করেছে (এপিবিএন)। আজ বৃহস্পতিবার সকালে তাদের উদ্ধার করা হয়। অপহরণ ও উদ্ধারের জায়গার দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার।
উদ্ধারকৃতরা হলো উখিয়ার থাইংখালী শিবিরের বি ব্লকের আশ্রিত রোহিঙ্গা করিমুল্লাহর ছেলে মো. আনাস (১৪) ও একই শিবিরের সি ব্লকের মো. হোসেনের ছেলে আব্দুল্লাহ (১৩)।
হ্নীলা ইউনিয়নের শালবাগান শিবিরসংলগ্ন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, গত ১৯ ডিসেম্বর রাতে একদল দুষ্কৃতকারী ওই দুই কিশোরকে অপহরণ করে নিয়ে গেলে বিষয়টি স্বজনেরা এপিবিএনকে অবহিত করেন। ঘটনার পর থেকে ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এরই পরিপ্রেক্ষিতে আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে শালবাগান ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় শিবিরের ব্লক-ই/ ১ সংলগ্ন পাহাড় থেকে অপহৃত দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করা হয়।
এসপি আরও বলেন, উদ্ধারকৃত দুই কিশোর এপিবিএনের হেফাজতে রয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চলছে।