হোম > অপরাধ > চট্টগ্রাম

উখিয়ায় আশ্রয়শিবিরে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার আশ্রয়শিবিরে দুর্বৃত্তদের গুলিতে সৈয়দ আলম (৬০) নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার কুতুপালংয়ের ৮ নম্বর আশ্রয়শিবিরের ডি ব্লকে এ ঘটনা ঘটে। সৈয়দ আলম ওই ক্যাম্পের নৈশপ্রহরী ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা বাড়ানো হয়েছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।’

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ১টার দিকে আশ্রয়শিবিরে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় নৈশপ্রহরীর দায়িত্বে থাকা সৈয়দ আলম গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে ক্যাম্পের হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ