হোম > অপরাধ > চট্টগ্রাম

রাতের আঁধারে কাটা হচ্ছে পাহাড়, ছাত্রলীগ নেতাকে জরিমানা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে রাতের আঁধারে সংরক্ষিত বন থেকে পাহাড় কাটার অপরাধে দাঁতমারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির রাহমান সানি তাঁকে এই অর্থদণ্ড দেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও হেঁয়াকো বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হানিফ সরকারের নেতৃত্বে দাঁতমারা ইউপির হেঁয়াকো পশ্চিম সিকদারখীলের সিরাজ ও সফিকের বাড়ির নিচের সংরক্ষিত বন থেকে পাহাড় কাটা হয়। পরে ৮-১০টি ড্রামট্রাকে করে মাটি পাচারের জন্য হেঁয়াকো সড়ক ও জনপথের (সওজ) রেস্টহাউস মাঠে জমানো হচ্ছিল। রাতের আঁধারে পাহাড় কাটার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির রাহমান সানি গোপনে ঘটনাস্থলে যান। এ সময় তিনি স্থানীয় ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকীকে মাটিভর্তি ট্রাকগুলো আটকের নির্দেশ দেন। ওসি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মাটিভর্তি দুটি ট্রাক জব্দ করেন। পরে ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

এ বিষয়ে ইউএনও বলেন, পাহাড় কাটার অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁকে এই অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫