হোম > অপরাধ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় চালের পানি পড়ার জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঘরের চালের পানি পড়াকে কেন্দ্র করে আবু বকর (৫০) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগ উঠেছে নিহতের চাচাতো ভাই মো. সবুজ মিয়া বিরুদ্ধে। আজ সোমবার সকালে উপজেলার খাড়েরা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। 

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনা পরবর্তী শান্তি শৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

নিহতের স্বজন আশরাফুল মিয়া জানায়, নিহত আবু বকর এবং অভিযুক্ত সবুজ মিয়া সম্পর্কে চাচাতো ভাই। তাদের একটি বাড়িতে পাশাপাশি দুটি টিনের ঘরে দুই পরিবারের বসবাস। পাশাপাশি হওয়ায় বৃষ্টি হলে একজনের ঘরের চালের পানি অপরজনের ঘরে পড়ে। গত কিছুদিন আগে বৃষ্টি হলে আবু বকরের ঘরের চালের পানি সবুজ মিয়ার ঘরে পড়লে এই নিয়ে সবুজ মিয়ার পরিবার উত্তেজিত হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। সেই কথা-কাটাকাটির ক্ষোভ পুষে রাখেন সবুজ মিয়া। 

আজ সোমবার সকালে আবু বকর মিয়া দুধ আনতে বাজারে রওনা দেন। এর আগেই ওত পেতে থাকে সবুজ মিয়া। আবু বকর বাজারের যাওয়ার পথে বাড়ি থেকে আনুমানিক দুই’শত গজ দূরত্বে পৌঁছালে পেছন থেকে এলোপাতাড়ি কোপাতে থাকেন সবুজ মিয়া। আবু বকর চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লে সবুজ মিয়া পালিয়ে যান। পরে স্থানীয়রা ও বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ