হোম > অপরাধ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় চালের পানি পড়ার জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঘরের চালের পানি পড়াকে কেন্দ্র করে আবু বকর (৫০) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগ উঠেছে নিহতের চাচাতো ভাই মো. সবুজ মিয়া বিরুদ্ধে। আজ সোমবার সকালে উপজেলার খাড়েরা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। 

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনা পরবর্তী শান্তি শৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

নিহতের স্বজন আশরাফুল মিয়া জানায়, নিহত আবু বকর এবং অভিযুক্ত সবুজ মিয়া সম্পর্কে চাচাতো ভাই। তাদের একটি বাড়িতে পাশাপাশি দুটি টিনের ঘরে দুই পরিবারের বসবাস। পাশাপাশি হওয়ায় বৃষ্টি হলে একজনের ঘরের চালের পানি অপরজনের ঘরে পড়ে। গত কিছুদিন আগে বৃষ্টি হলে আবু বকরের ঘরের চালের পানি সবুজ মিয়ার ঘরে পড়লে এই নিয়ে সবুজ মিয়ার পরিবার উত্তেজিত হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। সেই কথা-কাটাকাটির ক্ষোভ পুষে রাখেন সবুজ মিয়া। 

আজ সোমবার সকালে আবু বকর মিয়া দুধ আনতে বাজারে রওনা দেন। এর আগেই ওত পেতে থাকে সবুজ মিয়া। আবু বকর বাজারের যাওয়ার পথে বাড়ি থেকে আনুমানিক দুই’শত গজ দূরত্বে পৌঁছালে পেছন থেকে এলোপাতাড়ি কোপাতে থাকেন সবুজ মিয়া। আবু বকর চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লে সবুজ মিয়া পালিয়ে যান। পরে স্থানীয়রা ও বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত