হোম > অপরাধ > চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তি ও তাঁর পরিবারকে পেটালেন ইউপি সদস্য 

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিসহ তাঁর পরিবারের তিন সদস্যকে পিটিয়ে জখম করেছেন স্থানীয় ইউপি সদস্য। কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের লালজান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আজ রোববার এ ঘটনায় ভুক্তভোগী শারীরিক প্রতিবন্ধী আব্দুল করিম (৫৫) বাদী হয়ে, ইউপি সদস্য গোলাম রহমানের বিরুদ্ধে পেকুয়া থানায় লিখিত অভিযোগ করেন। 

এই ঘটনায় আব্দুল করিমসহ আহতরা হলেন, তাঁর স্ত্রী মনোয়ারা বেগম (৫০) ও মেয়ে হালিমা বেগম (২০)। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত আব্দুল করিম বলেন, ‘আমার দখলী একখণ্ড খাস জমি জবরদখল করার চেষ্টা করে আসছে আমার ভাই আব্দুল কাদের ও রুহুল আমিন। শুক্রবার সকালে স্থানীয় ইউপি সদস্য গোলাম রহমান তাদের পক্ষ হয়ে আমার ওপর চড়াও হয়। এ সময় আমার পরিবারের অপর সদস্যরা এগিয়ে এলে ইউপি সদস্য গোলাম রহমানসহ কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। ইউপি সদস্য গোলাম রহমান আমাকে বেধড়ক পিটিয়ে জখম করে। তার লাঠির আঘাতে আমার মাথা ফেটে যায়। তার সঙ্গে থাকা লোকজনের হামলায় আমার স্ত্রী মনোয়ারা বেগমের পায়ে ও মেয়ে হালিমা বেগমের হাতে-পায়ে জখম হয়েছে। 

মারধরের অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য গোলাম রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘জমি নিয়ে ভাইদের ঝামেলা মেটাতে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আমি কাউকে মারধর করিনি।’ 

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট