হোম > অপরাধ > চট্টগ্রাম

স্ত্রী হত্যার ১৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরে স্ত্রীকে হত্যার দায়ে শাহজাহান প্রধান (৪৩) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী আসামির উপস্থিতিতে এ রায় দেন। 

আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা জজ কোর্টের নারী ও শিশু আদালতের পিপি অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহজাহান প্রধান উপজেলার ভাটারা এলাকার মৃত আবদুস ছাত্তারের ছেলে। 

আদালতের পিপি অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু বলেন, ‘আসামি শাহজাহান প্রধান তাঁর স্ত্রী ফারহানা বেগম পান্নার কাছে ১ লাখ টাকা যৌতুক দাবি করেন। ভুক্তভোগী পান্না যৌতুক দিতে অস্বীকার করলে তাঁর তলপেটে লাথি দেন শাজাহান। তাঁর লাথির আঘাতে পান্না জ্ঞান হারিয়ে ফেলেন। একপর্যায়ে তিনি মারা যান। পরে ভুক্তভোগী ফারহানা বেগম পান্নার ভাই ফারুক আহম্মদ পাটওয়ারী বাদী হয়ে ২০০৯ সালের ১০ ডিসেম্বর চাঁদপুর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। দীর্ঘ ১৩ বছর পর আদালত আসামি শাহজাহান প্রধানকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এ ছাড়া তাঁর ৫০ হাজার জরিমানা করেন। এই রায়ে আমরা সন্তুষ্ট।’ 
 
আসামিপক্ষের আইনজীবী মো. আব্দুল মান্নান খাঁন (মহিন) বলেন, ‘আমরা উচ্চ আদালতে আপিল করব।’ 

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর