হোম > অপরাধ > চট্টগ্রাম

স্ত্রী হত্যার ১৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরে স্ত্রীকে হত্যার দায়ে শাহজাহান প্রধান (৪৩) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী আসামির উপস্থিতিতে এ রায় দেন। 

আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা জজ কোর্টের নারী ও শিশু আদালতের পিপি অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহজাহান প্রধান উপজেলার ভাটারা এলাকার মৃত আবদুস ছাত্তারের ছেলে। 

আদালতের পিপি অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু বলেন, ‘আসামি শাহজাহান প্রধান তাঁর স্ত্রী ফারহানা বেগম পান্নার কাছে ১ লাখ টাকা যৌতুক দাবি করেন। ভুক্তভোগী পান্না যৌতুক দিতে অস্বীকার করলে তাঁর তলপেটে লাথি দেন শাজাহান। তাঁর লাথির আঘাতে পান্না জ্ঞান হারিয়ে ফেলেন। একপর্যায়ে তিনি মারা যান। পরে ভুক্তভোগী ফারহানা বেগম পান্নার ভাই ফারুক আহম্মদ পাটওয়ারী বাদী হয়ে ২০০৯ সালের ১০ ডিসেম্বর চাঁদপুর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। দীর্ঘ ১৩ বছর পর আদালত আসামি শাহজাহান প্রধানকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এ ছাড়া তাঁর ৫০ হাজার জরিমানা করেন। এই রায়ে আমরা সন্তুষ্ট।’ 
 
আসামিপক্ষের আইনজীবী মো. আব্দুল মান্নান খাঁন (মহিন) বলেন, ‘আমরা উচ্চ আদালতে আপিল করব।’ 

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা