হোম > অপরাধ > চট্টগ্রাম

বাঘাইছড়িতে ২ গ্রুপের গোলাগুলি, হতাহতের খবর মেলেনি

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী জারুলছড়ি এলাকায় দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে বলে জানা গেছে। থেমে থেমে প্রায় দুই ঘণ্টা ধরে চলে এই গোলাগুলি। আজ শুক্রবার ভোর ৫টার দিকে এই বন্দুকযুদ্ধে শতাধিক রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশ হতাহতের কোনো খবর নিশ্চিত করতে পারেনি।

ঘটনার পর যৌথ বাহিনীর দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা বন্দুকযুদ্ধের আলামত পেলেও হতাহত কাউকে উদ্ধার করতে পারেনি। তবে স্থানীয়রা বলছে, পাহাড়ি সংগঠন জেএসএস ও ইউপিডিএফের মধ্যে এই বন্দুকযুদ্ধ হয়েছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, গোলাগুলির খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গেছে। তবে হতাহত কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা যৌথ বাহিনীকে জানিয়েছে, সকালে তারা গোলাগুলির শব্দ শুনেছে।

ইউপিডিএফ মূল দলের রাঙামাটি সমন্বয়ক সচল চাকমা জানান, ‘জেএসএসের সশস্ত্র লোকজন আমাদের নিরস্ত্র কর্মীদের ওপর হামলা করেছে। তবে কেউ হতাহত হয়নি।’

জেএসএস রাঙামাটি জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বলেন, ‘আমাদের সেখানে কোনো কার্যক্রম নেই। আমাদের দলের কোনো সশস্ত্র শাখা নেই। ইউপিডিএফ নিজেরা এই গোলাগুলি করতে পারে।’

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা