হোম > অপরাধ > চট্টগ্রাম

বাঘাইছড়িতে ২ গ্রুপের গোলাগুলি, হতাহতের খবর মেলেনি

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী জারুলছড়ি এলাকায় দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে বলে জানা গেছে। থেমে থেমে প্রায় দুই ঘণ্টা ধরে চলে এই গোলাগুলি। আজ শুক্রবার ভোর ৫টার দিকে এই বন্দুকযুদ্ধে শতাধিক রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশ হতাহতের কোনো খবর নিশ্চিত করতে পারেনি।

ঘটনার পর যৌথ বাহিনীর দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা বন্দুকযুদ্ধের আলামত পেলেও হতাহত কাউকে উদ্ধার করতে পারেনি। তবে স্থানীয়রা বলছে, পাহাড়ি সংগঠন জেএসএস ও ইউপিডিএফের মধ্যে এই বন্দুকযুদ্ধ হয়েছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, গোলাগুলির খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গেছে। তবে হতাহত কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা যৌথ বাহিনীকে জানিয়েছে, সকালে তারা গোলাগুলির শব্দ শুনেছে।

ইউপিডিএফ মূল দলের রাঙামাটি সমন্বয়ক সচল চাকমা জানান, ‘জেএসএসের সশস্ত্র লোকজন আমাদের নিরস্ত্র কর্মীদের ওপর হামলা করেছে। তবে কেউ হতাহত হয়নি।’

জেএসএস রাঙামাটি জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বলেন, ‘আমাদের সেখানে কোনো কার্যক্রম নেই। আমাদের দলের কোনো সশস্ত্র শাখা নেই। ইউপিডিএফ নিজেরা এই গোলাগুলি করতে পারে।’

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী