হোম > অপরাধ > চট্টগ্রাম

ইয়াবা পাচারের দায়ে ৮ রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি

ইয়াবা পাচারের দায়ে মিয়ানমারের আট রোহিঙ্গা নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কক্সবাজার আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। এই অর্থ অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

আজ সোমবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন। সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মিয়ানমারের রাখাইন রাজ্যের বাসিন্দা মোহাম্মদ ধইল্ল্যা, রবি আলম, মোহাম্মদ আলম, মোহাম্মদ শফিকুল, মোহাম্মদ নুর, নুরে আলম, আলী আহমদ ও নুরুল আমিন। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর ভোরে টেকনাফের সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সাগরে মাছ ধরার একটি ট্রলার আটক করে কোস্টগার্ড। এই ট্রলার থেকে আটজনকে দুই লাখ ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় কোস্টগার্ডের এক সদস্য বাদী হয়ে টেকনাফ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে আটজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে ২০২০ সালের ২ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। 

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ফরিদুল আলম বলেন, ২০২১ সালের ১৮ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিচারক মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে জানান তিনি। 

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার