হোম > অপরাধ > চট্টগ্রাম

ইয়াবা পাচারের দায়ে ৮ রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি

ইয়াবা পাচারের দায়ে মিয়ানমারের আট রোহিঙ্গা নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কক্সবাজার আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। এই অর্থ অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

আজ সোমবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন। সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মিয়ানমারের রাখাইন রাজ্যের বাসিন্দা মোহাম্মদ ধইল্ল্যা, রবি আলম, মোহাম্মদ আলম, মোহাম্মদ শফিকুল, মোহাম্মদ নুর, নুরে আলম, আলী আহমদ ও নুরুল আমিন। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর ভোরে টেকনাফের সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সাগরে মাছ ধরার একটি ট্রলার আটক করে কোস্টগার্ড। এই ট্রলার থেকে আটজনকে দুই লাখ ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় কোস্টগার্ডের এক সদস্য বাদী হয়ে টেকনাফ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে আটজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে ২০২০ সালের ২ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। 

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ফরিদুল আলম বলেন, ২০২১ সালের ১৮ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিচারক মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে জানান তিনি। 

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর