নোয়াখালী পৌরসভায় অভিযান চালিয়ে নিজাম উদ্দিন মিজান (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে মিজানের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর শ্বশুর বাড়ি থেকে একটি পাইপগান জব্দ করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার রাত ১টার দিকে লক্ষ্মীনারায়ণপুর এলাকার সার্কিট হাউজ সংলগ্ন টেলিফোন ভবনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিজান দাদপুর ইউনিয়নের খালিশপুর গ্রামের আলী মিয়ার বাড়ির শাহ আলমের ছেলে। তিনি আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার হেফাজতে অস্ত্র রয়েছে বলে স্বীকার করে মিজান। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের জন্য শ্বশুর বাড়ি দামোধরপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে মিজানের শ্বশুরের বসত ঘরের একটি কক্ষের খাটের নিচ থেকে একটি পাইপগান জব্দ করা হয়।
পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার মিজান ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। জব্দ অস্ত্র দিয়ে মিজান তাঁর দলের অন্য ডাকাত সদস্যদের নিয়ে সদর ও বেগমগঞ্জসহ জেলার বিভিন্ন জায়গায় ডাকাতি করে বলে স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে থানায় আগের একটি মামলা রয়েছে এবং এ ঘটনায় অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।