হোম > অপরাধ > চট্টগ্রাম

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের থাবাংচুতে বাংলাদেশি এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় দিকে ব্যবসায়ীর নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে নিহতের বড় ভাই গোলাম সারওয়ার আজকের পত্রিকাকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বাংলাদেশি ব্যবসায়ীর নাম গোলাম মোস্তফা মাসুদ (৩৮)। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর গ্রামের মৃত জয়নাল আবেদিন মেম্বারের ছোট ছেলে। 

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় চারজনের সংঘবদ্ধ একটি সন্ত্রাসী দল ওই প্রতিষ্ঠানে ঢুকে মাসুদকে পেছন থেকে গুলি করে হত্যা করে। এ সময় দোকানে থাকা ফেনীর দাগনভূঞা এলাকার সাখাওয়াত হোসেন নামে আরেকজনের পায়ে গুলি করে সন্ত্রাসীরা। এ সময় তিনি গুলিবিদ্ধ হয়ে পালিয়ে রক্ষা পেয়েছেন। এরপর অস্ত্রধারী সন্ত্রাসীরা পুরো ব্যবসাপ্রতিষ্ঠানের সব মালামাল লুট করে নিয়ে যায়।

নিহতের ভাই গোলাম সারওয়ার জানান, ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় যান মাসুদ। সেখানে অপর এক বাঙালির সঙ্গে মিলে ব্যবসা করতেন তিনি। সর্বশেষ তিনি ২০১৯ সালে দেশে এসে ২০২০ সালের জানুয়ারিতে আফ্রিকায় ফিরে যান। এটাই ছিল বৃদ্ধ মাসহ পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে তাঁর শেষ বিদায়। 

নিহতের ভাই আরও জানান, আফ্রিকায় বাঙালি কমিউনিটি ও কয়েকজন স্বজনের মাধ্যমে মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। দুই-তিন দিনের মধ্যেই মাসুদের মরদেহ বাংলাদেশে আসবে। 

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট