হোম > অপরাধ > চট্টগ্রাম

তিন শিক্ষার্থীকে কিশোর গ্যাংয়ের সদস্যদের বেধড়ক মারধর

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে তিন কলেজ শিক্ষার্থীকে ইট ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্ছানগর এলাকার সড়কে এ হামলার শিকার হয় তারা।

আহত শিক্ষার্থীরা হলো জিন্নাত হাসান অমি, আরাফাত হোসেন, ও সাইফুল ইসলাম। তারা পৌর আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক ও ব্যবসা শাখার শিক্ষার্থী। হামলাকারী সবাই বাঞ্ছানগর এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানায় স্থানীয়রা।

পুলিশ ও আহত শিক্ষার্থীরা জানায়, কলেজ ছুটি শেষে অমি, আরাফাত ও সাইফুল একসঙ্গে হেঁটে শহরের উত্তর তেহমুণী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। দুপুর ১টার দিকে বাঞ্ছানগর মেহের খাঁ ৩ রাস্তার মুখে পৌঁছালে কিশোর গ্যাং নেতা রনি তার পকেট থেকে মোবাইল ফোন বের করে অমিকে প্রশ্ন করে তুই কি অমি? এ কথা বলে অমি ও তার দুই সহপাঠীর ওপর ইট ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় রনি ও তার অনুসারীরা। এতে তিন শিক্ষার্থী আহত হয়। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

অমির বাবা মো. জাকির হোসেন বলেন, ‘তুচ্ছ ঘটনায় আমার ছেলে ও তার দুই বন্ধুকে মারধর করছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনায় মামলা  করা হবে।’ 

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সুমন বলেন, ‘শিক্ষার্থীদের ওপর কিশোর গ্যাংয়ের হামলা সত্যিই আমি লজ্জিত। এ ছাড়া দীর্ঘদিন ধরে চিহ্নিত কিশোর গ্যাংয়ের সদস্যরা স্কুল-কলেজের শিক্ষার্থীরা আসা-যাওয়ার পথে প্রায় উত্ত্যক্ত করে।’ এ বিষয়ে প্রশাসনকে বারবার বলা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। 

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের গ্রেপ্তারের অভিযান চালছে। 

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট