হোম > অপরাধ > চট্টগ্রাম

কুমিল্লায় বিভিন্ন অভিযোগে চার প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় দুধে পানি মেশানোসহ বিভিন্ন অভিযোগে নগরীর চার প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। আজ শনিবার নগরীর রাজগঞ্জ বাজার এলাকায় ভোক্তা অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। 

জানা যায়, আজ নগরীর রাজগঞ্জ বাজার এলাকার দুধ, মুদি, মাংস, ফল ও প্রসাধনীর দোকানে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় দুধে পানি মেশানোর দায়ে দুধ ব্যবসায়ী আব্দুল আলীমকে ৩ হাজার টাকা, ওজনে কম দেওয়ায় মায়ের দোয়া খাসির দোকানকে ২ হাজার টাকা, অনুমোদনহীন বিদেশি কসমেটিকস বিক্রি করায় আক্তার স্টোরকে ৮ হাজার টাকা এবং একই অভিযোগে জুবায়ের স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ বিষয়ে ভোক্তা অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, দুধে পানি মেশানোসহ নকল প্রসাধনী বিক্রির অভিযোগে চার প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তা ছাড়া ব্যবসায়ীদের পাকা ক্রয় রসিদ সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, ওজনে কারচুপি না করা এবং অযাচিতভাবে পণ্যের দাম বাড়িয়ে বিক্রি না করতে নির্দেশনা দেওয়া হয়। 

সহকারী পরিচালক আরও বলেন, জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। 

জেলা প্রশাসনের সার্বিক দিকনির্দেশনায় অভিযানে স্বাস্থ্য পরিদর্শক এ কে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির