হোম > অপরাধ > চট্টগ্রাম

কুমিল্লায় বিভিন্ন অভিযোগে চার প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় দুধে পানি মেশানোসহ বিভিন্ন অভিযোগে নগরীর চার প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। আজ শনিবার নগরীর রাজগঞ্জ বাজার এলাকায় ভোক্তা অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। 

জানা যায়, আজ নগরীর রাজগঞ্জ বাজার এলাকার দুধ, মুদি, মাংস, ফল ও প্রসাধনীর দোকানে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় দুধে পানি মেশানোর দায়ে দুধ ব্যবসায়ী আব্দুল আলীমকে ৩ হাজার টাকা, ওজনে কম দেওয়ায় মায়ের দোয়া খাসির দোকানকে ২ হাজার টাকা, অনুমোদনহীন বিদেশি কসমেটিকস বিক্রি করায় আক্তার স্টোরকে ৮ হাজার টাকা এবং একই অভিযোগে জুবায়ের স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ বিষয়ে ভোক্তা অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, দুধে পানি মেশানোসহ নকল প্রসাধনী বিক্রির অভিযোগে চার প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তা ছাড়া ব্যবসায়ীদের পাকা ক্রয় রসিদ সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, ওজনে কারচুপি না করা এবং অযাচিতভাবে পণ্যের দাম বাড়িয়ে বিক্রি না করতে নির্দেশনা দেওয়া হয়। 

সহকারী পরিচালক আরও বলেন, জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। 

জেলা প্রশাসনের সার্বিক দিকনির্দেশনায় অভিযানে স্বাস্থ্য পরিদর্শক এ কে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে। 

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প