হোম > অপরাধ > চট্টগ্রাম

ওসি প্রদীপ দম্পতির দুর্নীতির মামলার রায় ২৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মেজর সিনহা হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও তাঁর স্ত্রীর চুমকি কারনের বিরুদ্ধে দুদকের করা দুর্নীতির মামলার রায় আগামী ২৭ জুলাই ঘোষণা করা হবে বলে নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত এ তারিখ নির্ধারণ করেন বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন দুদকের পিপি অ্যাডভোকেট মাহমুদুল হক। 

পিপি বলেন, ‘পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ আদালতে আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেন। এ সময় তাঁরা নিজেদের নির্দোষ দাবি করেন। আমরা রাষ্ট্রপক্ষও যুক্তিতর্ক উপস্থাপন করেছি। আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছি। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আগামী ২৭ জুলাই মামলাটির রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন।’ 

আদালত সূত্রে জানা গেছে, আজ রাষ্ট্র ও আসামি উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানির দিন ধার্য ছিল। এ সময় উপস্থিত ছিলেন প্রদীপ ও তাঁর স্ত্রী। এর আগে আদালত গত ২০ জুন রাষ্ট্রপক্ষ ও ২৭ জুন আসামিপক্ষ পৃথকভাবে যুক্তিতর্ক উপস্থাপন করেন। 

উল্লেখ্য, ২০২০ সালের ২৩ আগস্ট দুদক চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে প্রদীপ ও তাঁর স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি মামলা করেন। ২০২১ সালে ২৬ জুলাই প্রদীপ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আদালতে দুদক অভিযোগপত্র দেয়। একই বছর ১৫ ডিসেম্বর আদালতে অভিযোগ গঠন করা হয়। 

অভিযোগপত্রে প্রদীপ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অবৈধ আয়ে বিপুল পরিমাণ সম্পত্তি অর্জনের অভিযোগ আনা হয়। এর মধ্যে চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় ছয়তলা বাড়ি ও পাঁচলাইশ থানার ষোলোশহরের একটি বাড়ি, একটি ব্যক্তিগত গাড়ি, একটি মাইক্রোবাস, ৪৫ ভরি স্বর্ণালংকার ও কক্সবাজারে চুমকির নামে একটি ফ্ল্যাট রয়েছে। বৈধ-অবৈধ মিলিয়ে প্রদীপ দম্পতির ৪ কোটি ৮০ লাখ ৬৪ হাজার ৬৫১ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের হদিস মিলেছে। যার মধ্যে বৈধ আয় থেকে ২ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ২৩৪ টাকার সম্পদ পায় দুদক। বাকি ২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকার অবৈধ সম্পদ বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। 

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন