হোম > অপরাধ > চট্টগ্রাম

ওসি প্রদীপ দম্পতির দুর্নীতির মামলার রায় ২৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মেজর সিনহা হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও তাঁর স্ত্রীর চুমকি কারনের বিরুদ্ধে দুদকের করা দুর্নীতির মামলার রায় আগামী ২৭ জুলাই ঘোষণা করা হবে বলে নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত এ তারিখ নির্ধারণ করেন বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন দুদকের পিপি অ্যাডভোকেট মাহমুদুল হক। 

পিপি বলেন, ‘পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ আদালতে আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেন। এ সময় তাঁরা নিজেদের নির্দোষ দাবি করেন। আমরা রাষ্ট্রপক্ষও যুক্তিতর্ক উপস্থাপন করেছি। আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছি। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আগামী ২৭ জুলাই মামলাটির রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন।’ 

আদালত সূত্রে জানা গেছে, আজ রাষ্ট্র ও আসামি উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানির দিন ধার্য ছিল। এ সময় উপস্থিত ছিলেন প্রদীপ ও তাঁর স্ত্রী। এর আগে আদালত গত ২০ জুন রাষ্ট্রপক্ষ ও ২৭ জুন আসামিপক্ষ পৃথকভাবে যুক্তিতর্ক উপস্থাপন করেন। 

উল্লেখ্য, ২০২০ সালের ২৩ আগস্ট দুদক চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে প্রদীপ ও তাঁর স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি মামলা করেন। ২০২১ সালে ২৬ জুলাই প্রদীপ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আদালতে দুদক অভিযোগপত্র দেয়। একই বছর ১৫ ডিসেম্বর আদালতে অভিযোগ গঠন করা হয়। 

অভিযোগপত্রে প্রদীপ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অবৈধ আয়ে বিপুল পরিমাণ সম্পত্তি অর্জনের অভিযোগ আনা হয়। এর মধ্যে চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় ছয়তলা বাড়ি ও পাঁচলাইশ থানার ষোলোশহরের একটি বাড়ি, একটি ব্যক্তিগত গাড়ি, একটি মাইক্রোবাস, ৪৫ ভরি স্বর্ণালংকার ও কক্সবাজারে চুমকির নামে একটি ফ্ল্যাট রয়েছে। বৈধ-অবৈধ মিলিয়ে প্রদীপ দম্পতির ৪ কোটি ৮০ লাখ ৬৪ হাজার ৬৫১ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের হদিস মিলেছে। যার মধ্যে বৈধ আয় থেকে ২ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ২৩৪ টাকার সম্পদ পায় দুদক। বাকি ২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকার অবৈধ সম্পদ বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। 

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি