হোম > অপরাধ > চট্টগ্রাম

প্রবাসফেরত ছোট ভাইকে হত্যা, গ্রেপ্তার বড় ভাই ও ভাবি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রবাসফেরত ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাই ও ভাবিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার সরফভাটা ইউনিয়নের সিপাহিপাড়া গ্রামের উকিল আহমেদের ছেলে খোরশেদ আলম (৪৫) ও তাঁর স্ত্রী খালেদা বেগম (৪০)।

জানা যায়, ৯ এপ্রিল বিকেলে বসতবাড়ির সীমানা-সংক্রান্ত বিরোধের জেরে লোহার শাবল দিয়ে তাঁরা ছোট ভাই জানে আলমকে (৪২) আঘাত করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১২ এপ্রিল সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় তাঁর স্ত্রী জ্যোৎস্না বেগম বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় খোরশেদ আলম ও তাঁর স্ত্রী খালেদা বেগমের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এরপর থেকে খোরশেদ ও তাঁর স্ত্রী পলাতক ছিলেন। এ অবস্থায় গতকাল রোববার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার শান্তিরহাট ছোট বেতুয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, জানে আলম দীর্ঘদিন প্রবাসে থাকাকালীন সব অর্থ খোরশেদ আলমের কাছে পাঠাতেন। জানে আলম দেশে ফিরে আসার পর খোরশেদ আলমের কাছে বিদেশ থেকে পাঠানো টাকা ফেরত চান। কিন্তু খোরশেদ ছোট ভাইয়ের টাকা ফেরত দিতে অস্বীকার করেন। যার কারণে তাঁর ভাবি খালেদা বেগম ও ভাই খোরশেদ আলমের সঙ্গে জানে আলমের বিরোধ সৃষ্টি হয়। এসব বিরোধ থেকে মুক্তি পাওয়ার জন্য আলাদা বাড়ি করে বসবাস করেছিলেন জানে আলম। কিন্তু খোরশেদ আলম ও তাঁর স্ত্রী খালেদা বেগম সামান্য কথা-কাটাকাটির জেরে লোহার শাবল দিয়ে আঘাত করে জানে আলমকে হত্যা করেন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, জানে আলম হত্যা মামলায় তাঁর ভাই-ভাবিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আজ সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে।

ইয়াবা-কাণ্ডে চট্টগ্রামে ৮ পুলিশ সদস্য বরখাস্ত

চট্টগ্রামে অস্ত্রের মুখে ৩৫টি সোনার বার ছিনতাই

পটিয়ায় স্কুলে শিক্ষার্থী ভর্তিতে আর্থিক লেনদেনের অভিযোগ

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ডাকাতি, দুই নিরাপত্তা প্রহরী খুন

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল