হোম > অপরাধ > চট্টগ্রাম

প্রবাসফেরত ছোট ভাইকে হত্যা, গ্রেপ্তার বড় ভাই ও ভাবি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রবাসফেরত ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাই ও ভাবিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার সরফভাটা ইউনিয়নের সিপাহিপাড়া গ্রামের উকিল আহমেদের ছেলে খোরশেদ আলম (৪৫) ও তাঁর স্ত্রী খালেদা বেগম (৪০)।

জানা যায়, ৯ এপ্রিল বিকেলে বসতবাড়ির সীমানা-সংক্রান্ত বিরোধের জেরে লোহার শাবল দিয়ে তাঁরা ছোট ভাই জানে আলমকে (৪২) আঘাত করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১২ এপ্রিল সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় তাঁর স্ত্রী জ্যোৎস্না বেগম বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় খোরশেদ আলম ও তাঁর স্ত্রী খালেদা বেগমের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এরপর থেকে খোরশেদ ও তাঁর স্ত্রী পলাতক ছিলেন। এ অবস্থায় গতকাল রোববার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার শান্তিরহাট ছোট বেতুয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, জানে আলম দীর্ঘদিন প্রবাসে থাকাকালীন সব অর্থ খোরশেদ আলমের কাছে পাঠাতেন। জানে আলম দেশে ফিরে আসার পর খোরশেদ আলমের কাছে বিদেশ থেকে পাঠানো টাকা ফেরত চান। কিন্তু খোরশেদ ছোট ভাইয়ের টাকা ফেরত দিতে অস্বীকার করেন। যার কারণে তাঁর ভাবি খালেদা বেগম ও ভাই খোরশেদ আলমের সঙ্গে জানে আলমের বিরোধ সৃষ্টি হয়। এসব বিরোধ থেকে মুক্তি পাওয়ার জন্য আলাদা বাড়ি করে বসবাস করেছিলেন জানে আলম। কিন্তু খোরশেদ আলম ও তাঁর স্ত্রী খালেদা বেগম সামান্য কথা-কাটাকাটির জেরে লোহার শাবল দিয়ে আঘাত করে জানে আলমকে হত্যা করেন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, জানে আলম হত্যা মামলায় তাঁর ভাই-ভাবিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আজ সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে।

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়