হোম > অপরাধ > চট্টগ্রাম

‘ইবা কি কোটিপতির পোয়া?’

মহেশখালী প্রতিনিধি, কক্সবাজার থেকে 

দু’হাতে নিহত সন্তানের চারটি ছবি নিয়ে হু হু করে কাঁদছিলেন টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়ার বাসিন্দা পঞ্চাশোর্ধ্ব হালিমা বেগম। বারবার বিলাপ করে বলছিলেন, ‘ইবা কি কোটিপতির পোয়া? আঁর পোয়া রিকশা চালাইতো, তাঁর হন দুষ নোয়াছিল।’ (এটা কি কোটিপতির ছেলে? আমার ছেলে রিকশা চালাতো, তার কোন দোষ ছিল না।) 

নিজের সন্তানের ছবি দেখিয়ে কেঁদে কেঁদে হালিমা বলেন, তাঁর নিরপরাধ ছেলেকে হত্যা করেছেন প্রদীপ। তাঁর ফাঁসি চান। সেই সঙ্গে সিনহা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চান তিনি। 

শুধু হালিমা বেগমই নন। উখিয়া ও টেকনাফের এরকম অনেকে আজ সোমবার সকাল ১১টায় আদালত প্রাঙ্গণে সিনহা হত্যা মামলায় অভিযুক্ত ওসি প্রদীপসহ সকল আসামির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করছেন। 

ভুক্তভোগী হালিমা বেগম বলেন, তাঁর ছেলে মো. আজিজ (২০) একজন রিকশাচালক ছিলেন। ২০১৯ সালে গ্রামের একটি চায়ের দোকান থেকে তাঁকে ধরে নিয়ে যায় ওসি প্রদীপ। পরবর্তীতে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ভিটে বাড়ি বন্ধক দিয়ে দাবিকৃত টাকা দিয়েও রক্ষা পায়নি তাঁর ছেলে। আজিজকে ক্রসফায়ার দিয়ে হত্যা করেছেন প্রদীপ। তিন দিন পর কক্সবাজার সদর হাসপাতালে আজিজের মরদেহের সন্ধান পাওয়া যায়। এ ঘটনায় থানায় মামলা করতে গিয়েও মামলা নেয়নি তৎকালীন থানা-পুলিশ। 

এদিকে বেলা যত গড়িয়ে আসছে আদালত প্রাঙ্গণে ততই ভিড় করছেন ভুক্তভোগী ও উৎসুক জনতা। দুপুরে আলোচিত এ মামলার রায়ের জন্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন:

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১