হোম > অপরাধ > চট্টগ্রাম

সহপাঠীকে খুন করে ১১ বছরের ছাত্র, গোপন করেন শিক্ষকেরা

প্রতিনিধি, দাগনভূঞা (ফেনী) 

ফেনীর দাগনভূঞায় মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রাম থেকে গত রোববার এক মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। জানা যায়, সে সীমান্তবর্তী সোনাগাজী থানার চর মজলিশপুর ইউনিয়নের চরলক্ষ্মী গন্জ মরহুম হাফেজ শামসুল হক (রহ.) খানা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। নাম আরাফাত হোসেন। 

পুলিশের তদন্তে এই ঘটনার পেছনের রোমহর্ষক গল্প উঠে এসেছে। পুলিশ জানিয়েছে, শিশু আরাফাতকে তারই সহপাঠী জোহাইর আল ফায়িজ (১১) খুন করেছে। খুনের পর ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মোশারফ হোসেন, সহকারী শিক্ষক নুর আলী আরাফাত, আজিম উদ্দিন। 

এ ঘটনায় দাগনভূঞা থানায় নিহত ছাত্রের বাবা ফানা উল্লা বাদী হয়ে সোমবার হত্যা মামলা করেছেন করে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ এই চারজনকে গ্রেপ্তার করেছে। 

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, আরাফাত হোসেন ও তার সহপাঠী জোহাইর আল ফায়িজের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। গত শনিবার ফুটবল খেলাকে কেন্দ্র করে দুজনের মধ্যে ঝগড়া হয়। এ ছাড়া শিক্ষকেরা আরাফাতকে বেশি ভালোবাসতেন। এ নিয়ে জোহাইয়ের মধ্যে ক্ষোভ জমে ছিল। ঈর্ষাকাতর ছিল সে। 

গত রোববার রাতে আরাফাতকে সঙ্গে নিয়ে পানি আনার জন্য নিচে নামে জোহাইর। তাকে মাদ্রাসা সংলগ্ন ডোবার সামনে নিয়ে যায় সে। এরপর আরাফাতকে আচমকা ধাক্কা দিয়ে পানিতে ফেলে চেপে ধরে হত্যা করে। হত্যার পর জোহাইর ঘটনাটি শিক্ষকদের জানায়। তখন প্রধান শিক্ষক মোশারফ হোসেন, সহকারী শিক্ষক নুর আলী আরাফাত, আজিম উদ্দিন আরাফাতের মৃতদেহ ডোবার মাঝখানে ঠেলে দেন। 

পরবর্তীতে পানিতে ডুবে আরাফাত মারা গেছে বলে প্রচার করা হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ প্রাথমিকভাবে সহপাঠী জোহাইর ও তিন শিক্ষককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তারা আসল ঘটনা বর্ণনা করেন। সোমবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। 

চবির উপ-উপাচার্যের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে, দাবি ১০১ শিক্ষকের

মুজিব বাহিনীর গণহত্যার প্রতিক্রিয়া ২৫ মার্চে পাকিস্তানি বাহিনীর ক্র্যাকডাউন: জামায়াত নেতা

চাকসু ভিপির দিকে তেড়ে গেলেন ছাত্রদল সভাপতি

চবির বিবৃতিতে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরেবাংলা

পটিয়ায় আওয়ামী লীগের বিজয় দিবস উদ্‌যাপন, ক্ষুব্ধ জুলাই গণ-অভ্যুত্থানকারীরা

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার