হোম > অপরাধ > চট্টগ্রাম

সহপাঠীকে খুন করে ১১ বছরের ছাত্র, গোপন করেন শিক্ষকেরা

প্রতিনিধি, দাগনভূঞা (ফেনী) 

ফেনীর দাগনভূঞায় মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রাম থেকে গত রোববার এক মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। জানা যায়, সে সীমান্তবর্তী সোনাগাজী থানার চর মজলিশপুর ইউনিয়নের চরলক্ষ্মী গন্জ মরহুম হাফেজ শামসুল হক (রহ.) খানা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। নাম আরাফাত হোসেন। 

পুলিশের তদন্তে এই ঘটনার পেছনের রোমহর্ষক গল্প উঠে এসেছে। পুলিশ জানিয়েছে, শিশু আরাফাতকে তারই সহপাঠী জোহাইর আল ফায়িজ (১১) খুন করেছে। খুনের পর ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মোশারফ হোসেন, সহকারী শিক্ষক নুর আলী আরাফাত, আজিম উদ্দিন। 

এ ঘটনায় দাগনভূঞা থানায় নিহত ছাত্রের বাবা ফানা উল্লা বাদী হয়ে সোমবার হত্যা মামলা করেছেন করে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ এই চারজনকে গ্রেপ্তার করেছে। 

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, আরাফাত হোসেন ও তার সহপাঠী জোহাইর আল ফায়িজের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। গত শনিবার ফুটবল খেলাকে কেন্দ্র করে দুজনের মধ্যে ঝগড়া হয়। এ ছাড়া শিক্ষকেরা আরাফাতকে বেশি ভালোবাসতেন। এ নিয়ে জোহাইয়ের মধ্যে ক্ষোভ জমে ছিল। ঈর্ষাকাতর ছিল সে। 

গত রোববার রাতে আরাফাতকে সঙ্গে নিয়ে পানি আনার জন্য নিচে নামে জোহাইর। তাকে মাদ্রাসা সংলগ্ন ডোবার সামনে নিয়ে যায় সে। এরপর আরাফাতকে আচমকা ধাক্কা দিয়ে পানিতে ফেলে চেপে ধরে হত্যা করে। হত্যার পর জোহাইর ঘটনাটি শিক্ষকদের জানায়। তখন প্রধান শিক্ষক মোশারফ হোসেন, সহকারী শিক্ষক নুর আলী আরাফাত, আজিম উদ্দিন আরাফাতের মৃতদেহ ডোবার মাঝখানে ঠেলে দেন। 

পরবর্তীতে পানিতে ডুবে আরাফাত মারা গেছে বলে প্রচার করা হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ প্রাথমিকভাবে সহপাঠী জোহাইর ও তিন শিক্ষককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তারা আসল ঘটনা বর্ণনা করেন। সোমবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। 

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি