হোম > অপরাধ > চট্টগ্রাম

নোয়াখালীর কবিরহাটে শিশু ধর্ষণের অভিযোগ, অটোরিকশাচালক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট পৌরসভার ফতেজঙ্গপুর এলাকায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইয়াসিন (২৫) নামের এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে গ্রেপ্তার ইয়াসিনকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে কবিরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। 

জানা গেছে, গ্রেপ্তার ইয়াসিন ফতেজঙ্গপুর এলাকার শাহাবুদ্দিনের ছেলে। সে পেশায় একজন অটোরিকশাচালক। 

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাচালক ইয়াসিন প্রতিদিন ওই শিশুদের বাড়িতে তার অটোরিকশাটি রাখতে যেত। গতকাল বৃহস্পতিবার দুপুরে রিকশাটি আনতে সে ওই শিশুদের বাড়িতে যায়। এ সময় শিশুটির বাবা অসুস্থ ও মা বাড়িতে না থাকার সুযোগে শিশুটিকে বাজারে নিয়ে যাওয়ার কথা বলে রিকশায় তোলে ইয়াসিন। বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পর রিকশা থেকে পড়ে যায় শিশুটি। এ সময় সড়কটি ফাঁকা পেয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে সে। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শিশুটিকে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, 'এ ঘটনায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে কারাগারে পাঠানো হয়ে। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।' 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ