হোম > অপরাধ > চট্টগ্রাম

মরিচের গুঁড়ো ছিটিয়ে নাপিতের গলায় ছুরি, ২ যুবক আটক

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে সেলুনের এক নাপিতকে মরিচের গুঁড়ো ছিটিয়ে গলায় ছুরিকাঘাতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। 

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বড়উঠান ইউনিয়নের কেইপিজেড এলাকায় দেয়াঙ পাহাড়ে এ ঘটনা ঘটে। 

ছুরিকাঘাতে আহত নাপিত খ্রিস্টারপাড়ার মরিয়ম আশ্রমের দয়াল শীল (২৬)। আটকেরা হলেন একই এলাকার ৭ নম্বর ওয়ার্ডের তুষার দাশ (২৪) ও রানা দাশ (২০)। 

স্থানীয় বাসিন্দা আবু নঈম জানান, ছুরির আঘাতে রক্তাক্ত অবস্থায় এক যুবক কেইপিজেডের গেটে দৌড়ে আসেন। তিনি জানান, কয়েক যুবক ঘর থেকে ডেকে এনে পাহাড়ের চূড়ায় তুলে মারধর করেন এবং গলায় ছুরি চালিয়ে পালিয়ে যাচ্ছেন। এ সময় স্থানীয়রা মিলে ধাওয়া করে দুজনকে আটক করে। 

তিনি আরও জানান, আহত যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আটক দুজনকে কর্ণফুলী থানার পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। 

আহত যুবককে উদ্ধার করা স্থানীয়দের জানান, বড় উঠান ইউনিয়নের শাহমীরপুর জামতলা বাজার এলাকায় সেলুনের দোকানের বিষয়ে মোবাইল ফোনে কল দিয়ে ঘর থেকে ডেকে নিয়ে জোর করে পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। সেখানে চোখ-মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে মারধর করে। পরে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরি চালায় তারা। 

কর্ণফুলী থানার শাহমীরপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ অমিতাভ দত্ত জানান, আহত যুবককে উদ্ধার করা চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আটক দুই যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আনোয়ারায় নিখোঁজের ৯ দিন পর খালে মিলল বৃদ্ধের লাশ

চবির উপ-উপাচার্যের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে, দাবি ১০১ শিক্ষকের

মুজিব বাহিনীর গণহত্যার প্রতিক্রিয়া ২৫ মার্চে পাকিস্তানি বাহিনীর ক্র্যাকডাউন: জামায়াত নেতা

চাকসু ভিপির দিকে তেড়ে গেলেন ছাত্রদল সভাপতি

চবির বিবৃতিতে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরেবাংলা

পটিয়ায় আওয়ামী লীগের বিজয় দিবস উদ্‌যাপন, ক্ষুব্ধ জুলাই গণ-অভ্যুত্থানকারীরা

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা