হোম > অপরাধ > চট্টগ্রাম

তিতাসে এক যুবকের হাত-পায়ের রগ কেটেছে দুর্বৃত্তরা, আরেকজনকে ছুরিকাঘাত

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার তিতাসে এক যুবকের হাত-পায়ের রগ কেটেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার উপজেলার সদর কাড়িকান্দি ইউনিয়নের দুখিয়ারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহত যুবক কড়িকান্দি ইউনিয়নের বন্দরামপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো. মামুন মিয়া (২৪)। 

অন্যদিকে একই উপজেলার জিয়ারকান্দি গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে সুজনকে (২২) ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়েছে। একই ব্যক্তিরা এই ছুরিকাঘাতের ঘটনা ঘটিয়েছে বলে জানান স্থানীয়রা। 

আহত মামুনের মা নিলুফা বেগম বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা আমার ছেলের হাত-পায়ের রগ কেটে ফেলেছে। আমি এর সঠিক বিচার চাই।’ 

দুখিয়ারকান্দি গ্রামের বাসিন্দা জোসনা বেগম নামে এক ঘটনার প্রত্যক্ষদর্শী বলেন, ‘তিনটি মোটরসাইকেলে করে ৭ / ৮ জন লোক এসে ইসমাইলের বাড়িতে মামুনকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে আবার মোটরসাইকেলে চলে যায়।’ 

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবুল বাশার বলেন, ‘হাত-পায়ের রগ কাটা মামুন নামের এক যুবক এবং ছুরিকাঘাতে আহত সুজন নামের আরও একজন যুবকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে দুজনকেই ঢাকায় পাঠিয়েছি।’ 

তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, ‘আমি খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে পুলিশ পাঠিয়েছি এবং দুষ্কৃতকারীদের আটক করতে একাধিক টিম কাজ করছে।’ 

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা