হোম > অপরাধ > চট্টগ্রাম

তিতাসে এক যুবকের হাত-পায়ের রগ কেটেছে দুর্বৃত্তরা, আরেকজনকে ছুরিকাঘাত

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার তিতাসে এক যুবকের হাত-পায়ের রগ কেটেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার উপজেলার সদর কাড়িকান্দি ইউনিয়নের দুখিয়ারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহত যুবক কড়িকান্দি ইউনিয়নের বন্দরামপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো. মামুন মিয়া (২৪)। 

অন্যদিকে একই উপজেলার জিয়ারকান্দি গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে সুজনকে (২২) ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়েছে। একই ব্যক্তিরা এই ছুরিকাঘাতের ঘটনা ঘটিয়েছে বলে জানান স্থানীয়রা। 

আহত মামুনের মা নিলুফা বেগম বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা আমার ছেলের হাত-পায়ের রগ কেটে ফেলেছে। আমি এর সঠিক বিচার চাই।’ 

দুখিয়ারকান্দি গ্রামের বাসিন্দা জোসনা বেগম নামে এক ঘটনার প্রত্যক্ষদর্শী বলেন, ‘তিনটি মোটরসাইকেলে করে ৭ / ৮ জন লোক এসে ইসমাইলের বাড়িতে মামুনকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে আবার মোটরসাইকেলে চলে যায়।’ 

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবুল বাশার বলেন, ‘হাত-পায়ের রগ কাটা মামুন নামের এক যুবক এবং ছুরিকাঘাতে আহত সুজন নামের আরও একজন যুবকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে দুজনকেই ঢাকায় পাঠিয়েছি।’ 

তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, ‘আমি খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে পুলিশ পাঠিয়েছি এবং দুষ্কৃতকারীদের আটক করতে একাধিক টিম কাজ করছে।’ 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির