হোম > অপরাধ > চট্টগ্রাম

মিরসরাইয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ গ্রেপ্তার ১

মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। গতকাল সোমবার রাত সাড়ে ১২টায় আনুমানিক ১৪ লাখ ৫০ হাজার টাকার মাদকদ্রব্যসহ আসামি সজল বৌদ্ধকে জোরারগঞ্জ থানায় পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে। 

গ্রেপ্তার হওয়া সজল কুমার বৌদ্ধ (৪৭) চট্টগ্রামের জোরারগঞ্জ থানার সাং-হাজিরসরাইয়ের মৃত কুমোদ বৌদ্ধের ছেলে। 

আজ মঙ্গলবার সকালে র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, র‍্যাব-৭ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন হাজিরসরাই এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২০ ফেব্রুয়ারি রাত ১১টায় র‍্যাব-৭, চট্টগ্রামের একটি দল অভিযান পরিচালনা করে সজল কুমার বৌদ্ধকে গ্রেপ্তার করে। এ সময় আসামির হেফাজতে থাকা ১৯৩ বোতল বিদেশি মদ ও ৭০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ছাড়া ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। চোলাই মদ তৈরির উপকরণ অত্যধিক গন্ধযুক্ত হওয়ায় তাৎক্ষণিক ধ্বংস করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৪ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে
র‍্যাব। 

র‍্যাবের জিজ্ঞাসাবাদে আসামি সজল কুমার বৌদ্ধ স্বীকার করেন, তিনি দীর্ঘদিন যাবৎ চোরাচালানের মাধ্যমে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ সংগ্রহ করে পরে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনীসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছেন। আসামিকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

জোরারগঞ্জ থানার দায়িত্বরত উপপরিদর্শক আবু সাঈদ জানান, র‍্যাবের ডিএডি আবুল কাশেম বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পরে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আসামিকে কোর্টে চালান করা হয়েছে। 

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর নাবিক নিহত, আরেকজন আহত

সরকারি কাজের বালুর ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বৃদ্ধ নিখোঁজ, ১২ দিনেও মেলেনি সন্ধান

রাউজানে নলকূপের গর্তে পড়া শিশুটি উদ্ধার হলেও বাঁচানো গেল না

এবার রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে গেল ৫ বছরের শিশু

‘বাংলার নবযাত্রা’ জাহাজের অফিশিয়াল ডেলিভারি নিল বিএসসি

মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় মাদ্রাসাশিক্ষার্থীসহ নিহত ২

চট্টগ্রামে ৯ বছর আগে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় আ.লীগের ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

চট্টগ্রামের আনোয়ারা: ২ কিমি খাল খননে কাটা হচ্ছে ২ হাজার গাছ

চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন মার্কিন রাষ্ট্রদূতের