হোম > অপরাধ > চট্টগ্রাম

ফেনীতে ৫০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক

ফেনী প্রতিনিধি

ফেনীতে ৫০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭। আজ বুধবার ভোররাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর লালপোল এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আসামিরা হলেন, শরিয়তপুর জেলার পালং থানার মোতালেব হাওলাদারের ছেলে মো. মহসিন হোসেন (২১)। পটুয়াখালী জেলার হান্নান মৃধার ছেলে মো. রাব্বি। একই এলাকার মৃত আসলাম মিয়ার ছেলে মো. ইমান হোসেন (৩০)। কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার আমান মিয়ার ছেলে জুয়েল (২৬)। 

ফেনী র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদী আজকের পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের লালপোল এলাকায় অবস্থান নেয় র‍্যাবের একটি দল। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামে আসার পথে সাদা রঙের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে প্রাইভেটকারের পেছনের সিটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩টি প্লাস্টিকের বস্তার ভেতরে সর্বমোট ৫০ কেজি গাঁজা জব্দসহ আসামিদের আটক করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৮ লাখ টাকা।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন যাবৎ এসব মাদক পাচার করে আসছিল বলে জানা যায়। আটককৃত আসামিদের মাদকদ্রব্য আইনে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক