নোয়াখালীর চাটখিল পৌর যুবলীগ নেতা রনি পালোয়ান হত্যা মামলার প্রধান আসামি খোকনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার রাতে সোনাইমুড়ীর জয়াগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত শনিবার সকালে রনির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। রনি চাটখিল পৌর যুবলীগের নেতা।
রনির বোন সানজিদা ইসলাম শান্তা বলেন, গত শুক্রবার দুপুরে রনির ও একই বাড়ির খোকনের শিশুসন্তানদের মধ্যে ঝগড়া হয়। এ ঝগড়াকে কেন্দ্র করে খোকন মোবাইল ফোনে রনিকে হত্যার হুমকি দেয়।
চাটখিল পৌরসভার পূর্ব সুন্দরপুর টুকুন গাজী পালোয়ান বাড়ির মৃত আলী আজ্জমের ছেলে খোকন। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, খোকনের বিরুদ্ধে মাদক, নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। তিনি রনি হত্যা মামলার প্রধান আসামি। আজ সোমবার খোকনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।