হোম > অপরাধ > চট্টগ্রাম

পানি খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে এক দোকানে পানি খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে মোহাম্মদ সোহেল (২২) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মোহাম্মদ সোহেল ওই এলাকার ওসমান গনির ছেলে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে বড় মহেশখালীর আমতলী এলাকার বাসিন্দা ও নিহতের চাচা মতিউর রহমানের দোকানে স্থানীয় কয়েকজন যুবক ক্রিকেট খেলা দেখছিলেন। এ সময় মতিউর রহমানের কাছ থেকে খাওয়ার পানি চান স্থানীয় মোবারক ও আহসান উল্লাহ। এ সময় দোকানদার পানির বোতলে থুতু দেয়। এই নিয়ে তিনজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। 

এ ঘটনার জের ধরে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মোবারক বাজারে যাওয়ার সময় মতিউর রহমান ও তাঁর লোকজন বেধড়ক মারধর করে। পরে উভয় পক্ষ বন্দুক, দা, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সোহেল গুলিবিদ্ধ হয় এবং ১০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় সোহেলকে মহেশখালী উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহফুজুল হক বলেন, গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে হাসপাতালে আনার আগেই সোহেল নামের একজন মারা যায়। তাঁর শরীরে গুলি ও অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। বাকি তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। 

শফি উল্লাহ বলেন, ‘আমার মামাতো ভাই আহসান উল্লাহর সঙ্গে মতিউর রহমানের দোকানে ক্রিকেট খেলা দেখার সময় পানি খাওয়া নিয়ে বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মতিউরের ৩০-৩৫ লোকজন তাঁর বাড়িতে সশস্ত্র হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।’ 

মতিউর রহমান বলেন, ‘ক্রিকেট খেলা দেখার সময় খাওয়ার পানি নিয়ে মোবারক ও আহসানের সঙ্গে ঝগড়া হয়। এ সময় তাঁরা এক দফা হামলা চালায়। পরদিন আজ সকালে সশস্ত্রভাবে আমার বাড়িতে গিয়ে হামলা চালায়। এতে আমার ভাতিজা সোহেল গুলিবিদ্ধ হয়ে মারা যায়।’ 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, ক্রিকেট খেলা দেখা ও খাওয়ার পানি চাওয়া নিয়ে সৃষ্ট ঘটনায় দুই পক্ষ দা, বন্ধুক, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় গুলিবিদ্ধ হয়ে সোহেল নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনার পর শফির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার খবর পাওয়া গেছে। 

বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল বাড়ানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

থানচিতে ভিডব্লিউবি কর্মসূচি: সরকারি সঞ্চয়ের টাকা পাচ্ছেন না ১২০০ নারী

মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আশিক চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক গুলিবিদ্ধ

৩০৮৫ কোটি টাকা আত্মসাতে এস আলম ও জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুই মামলা

চট্টগ্রামে থানায় অসুস্থ পুলিশ সদস্যের মৃত্যু

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ২ ট্রলারসহ আটক ২৩

হাদির ওপর হামলায় ডাকসু ভিপির জবাব চাইলেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল

‘অর্থ লোপাট করে বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্ন ভেঙেছেন দীপু মনি ও তাঁর ভাই’

আনোয়ারায় নিখোঁজের ৯ দিন পর খালে মিলল বৃদ্ধের লাশ

চবির উপ-উপাচার্যের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে, দাবি ১০১ শিক্ষকের