হোম > অপরাধ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে যুবলীগের নেতাকে হত্যার ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ১ 

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরে ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. আলাউদ্দিন পাটওয়ারী নিহতের ঘটনায় ২৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে জাবেদ হোসেন নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এ কে এম ফরিদ উদ্দিনসহ ১৪ জনের নাম উল্লেখসহ আরও ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

এর আগে গতকাল রাতে নিহতের ছেলে আকাশ বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন বলেন, ‘নিহতের ছেলে বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ আরও ১৫ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় জাবেদ হোসেন নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।’

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর এলাকার পদ্মা দিঘিপাড়ে কালভার্টের ওপর বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। হঠাৎ পাঁচ-ছয়জনের একদল সন্ত্রাসী মুখোশ পরে তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এ সময় আলাউদ্দিন পাটওয়ারী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেন দলীয় নেতা-কর্মীরা।

নিহত আলাউদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। এ ছাড়া সাবেক বশিকপুর ইউপি চেয়ারম্যান ও বাহিনীর প্রধান কাশেম জিহাদীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে এলাকায় তাঁর পরিচিতি ছিল। 

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির