হোম > অপরাধ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে যুবলীগের নেতাকে হত্যার ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ১ 

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরে ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. আলাউদ্দিন পাটওয়ারী নিহতের ঘটনায় ২৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে জাবেদ হোসেন নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এ কে এম ফরিদ উদ্দিনসহ ১৪ জনের নাম উল্লেখসহ আরও ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

এর আগে গতকাল রাতে নিহতের ছেলে আকাশ বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন বলেন, ‘নিহতের ছেলে বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ আরও ১৫ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় জাবেদ হোসেন নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।’

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর এলাকার পদ্মা দিঘিপাড়ে কালভার্টের ওপর বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। হঠাৎ পাঁচ-ছয়জনের একদল সন্ত্রাসী মুখোশ পরে তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এ সময় আলাউদ্দিন পাটওয়ারী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেন দলীয় নেতা-কর্মীরা।

নিহত আলাউদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। এ ছাড়া সাবেক বশিকপুর ইউপি চেয়ারম্যান ও বাহিনীর প্রধান কাশেম জিহাদীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে এলাকায় তাঁর পরিচিতি ছিল। 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত