জমি সংক্রান্ত বিরোধ এবং র্যাবের ক্রসফায়ারে ডাকাত নিহতের ঘটনার সোর্স সন্দেহে চট্টগ্রামের বাঁশখালীতে নিজ বাড়িতে কৃষককে গলা কেটে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে উপজেলার সরল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, একাই এলাকার আবুল হোসেনের ছেলে আবদুল কাদের ও নুরু মিয়ার ছেলে আনোয়ার।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দীন জানান, কৃষক হামিদ উল্লাহ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গতকাল সোমবার ভোররাত ৪টার দিকে চট্টগ্রামের বাঁশখালীতে হামিদ উল্লাহ (৪২) নামের এক কৃষককে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী মরতুজা বেগম (২৮)। জমি সংক্রান্ত বিরোধ এবং র্যাবের ক্রসফায়ারে ডাকাত নিহতের ঘটনার সোর্স সন্দেহে হামিদ উল্লাহকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী মুর্তজা বেগম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়।