হোম > অপরাধ > চট্টগ্রাম

র‍্যাবের সোর্স সন্দেহে কৃষককে গলা কেটে হত্যা ঘটনায় গ্রেপ্তার ২ 

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

জমি সংক্রান্ত বিরোধ এবং র‍্যাবের ক্রসফায়ারে ডাকাত নিহতের ঘটনার সোর্স সন্দেহে চট্টগ্রামের বাঁশখালীতে নিজ বাড়িতে কৃষককে গলা কেটে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে উপজেলার সরল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, একাই এলাকার আবুল হোসেনের ছেলে আবদুল কাদের ও নুরু মিয়ার ছেলে আনোয়ার। 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দীন জানান, কৃষক হামিদ উল্লাহ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, গতকাল সোমবার ভোররাত ৪টার দিকে চট্টগ্রামের বাঁশখালীতে হামিদ উল্লাহ (৪২) নামের এক কৃষককে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী মরতুজা বেগম (২৮)। জমি সংক্রান্ত বিরোধ এবং র‍্যাবের ক্রসফায়ারে ডাকাত নিহতের ঘটনার সোর্স সন্দেহে হামিদ উল্লাহকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী মুর্তজা বেগম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু