হোম > অপরাধ > চট্টগ্রাম

কলেজছাত্রীর ভিডিও ধারন করে ব্ল্যাকমেল, যুবক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কলেজছাত্রীর (১৮) সঙ্গে প্রতারণামূলক প্রেমের সম্পর্ক তৈরি ও কৌশলে তাঁর অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে জুয়েল (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় ওই যুবকের কাছ থেকে একটি মোবাইল, কথোপকথন সংবলিত একটি মেমোরি কার্ড, কিছু অশ্লীল ভিডিও জব্দ করা হয়। আজ সোমবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় রাজগঞ্জ ইউপির মনপুরা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনা ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে। গ্রেপ্তারকৃত জুয়েল জেলার সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের হোরন মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি উন্নয়ন সংস্থায় ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। 

র‍্যাব বলছে, গত দুই বছর যাবৎ এইচএসসি পড়ুয়া একজন ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন জুয়েল। নিজের বোনের সহপাঠী হওয়ায় ওই ছাত্রীর বাড়িতে যাতায়াতও ছিল জুয়েলের। বিভিন্ন সময় কৌশলে ওই ছাত্রীর কিছু অশ্লীল ভিডিও মোবাইলে ধারণ করে জুয়েল। পরে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক না করলে ওই ভিডিওগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। লজ্জায় একাধিকবার আত্মহত্যার চেষ্টাও করেন ওই ছাত্রী। ভুক্তভোগীর পক্ষ থেকে র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে কোম্পানি কমান্ডারের নেতৃত্বে অভিযুক্ত জুয়েলকে গ্রেপ্তারে অভিযানে নামে র‍্যাব। রোববার সন্ধ্যায় মনপুরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব-১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বলেন, ‘গ্রেপ্তারকৃত জুয়েলের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় পর্নোগ্রাফি কন্ট্রোল অ্যাক্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’ 

চট্টগ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ

পটিয়ায় স্কুলে শিক্ষার্থী ভর্তিতে আর্থিক লেনদেনের অভিযোগ

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ডাকাতি, দুই নিরাপত্তা প্রহরী খুন

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ