হোম > অপরাধ > চট্টগ্রাম

চট্টগ্রামে ১৯ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ১৯ বছর পর চাঞ্চল্যকর রেলওয়ে কর্মচারী শফিউদ্দিন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাজহারুল ইসলাম ফরহাদকে (৪৩) গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার র‍্যাব-৭ এর মুখপাত্র সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার তাঁকে গ্রেপ্তারের বিষয়টি জানান। 

এর আগে রোববার রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি নোয়াখালী জেলার সুধারাম থানার পূর্ব এওজবালিয়া গ্রামের মো. মফিজ মিয়ার ছেলে। 

র‍্যাব কর্মকর্তা মো. নুরুল আবছার বলেন, ২০০৩ সালে ১৪ জুন চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকায় চট্টগ্রাম রেলওয়ের উচ্চমান সহকারী শফিউদ্দিন আহমেদকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মাজহারুল ইসলামসহ খুলশী থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত আসামির অনুপস্থিতে তাঁকে যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। 

নুরুল আবছার বলেন, খুনের ঘটনার পরপরই আসামি মাজহারুল আমবাগান এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। সম্প্রতি তিনি এলাকায় ফিরে আসার গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

মামলা সূত্রে জানা গেছে, চট্টগ্রামের খুলশী থানার উত্তর আমবাগান রেলওয়ে কোয়ার্টারের ৩৬ /এ বাসায় পরিবার নিয়ে থাকতেন রেলওয়ে চট্টগ্রাম কার্যালয়ের উচ্চমান সহকারী শফিউদ্দিন আহম্মেদ। এলাকায় সন্ত্রাসী, মদ, জুয়া ও রেলওয়ের অবৈধ সম্পদ দখলের বিরুদ্ধে শফিউদ্দিন সোচ্চার থাকায় তৎকালীন অবৈধ বস্তি ও কলোনি চার দফা উচ্ছেদ করতে বাধ্য হন রেলওয়ে কর্তৃপক্ষ। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন শফিউদ্দিনের বাসায় ঢুকে তাঁকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন আসামিরা। 

এ ঘটনায় দায়ের করা মামলায় ২০০৪ সালের ২৫ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে শিপন ও ইমন নামে দুই আসামির ফাঁসি এবং মাজহারুল ইসলামসহ সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হীরণসহ চার আসামি বেকসুর খালাস পান। 

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ১৮ বছর পর ২০২২ সালে ৮ মার্চ কুমিল্লা কারাগারে থাকা ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামির ফাঁসি কার্যকর করে কারা কর্তৃপক্ষ।

মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আশিক চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক গুলিবিদ্ধ

৩০৮৫ কোটি টাকা আত্মসাতে এস আলম ও জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুই মামলা

চট্টগ্রামে থানায় অসুস্থ পুলিশ সদস্যের মৃত্যু

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ২ ট্রলারসহ আটক ২৩

হাদির ওপর হামলায় ডাকসু ভিপির জবাব চাইলেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল

‘অর্থ লোপাট করে বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্ন ভেঙেছেন দীপু মনি ও তাঁর ভাই’

আনোয়ারায় নিখোঁজের ৯ দিন পর খালে মিলল বৃদ্ধের লাশ

চবির উপ-উপাচার্যের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে, দাবি ১০১ শিক্ষকের

মুজিব বাহিনীর গণহত্যার প্রতিক্রিয়া ২৫ মার্চে পাকিস্তানি বাহিনীর ক্র্যাকডাউন: জামায়াত নেতা