হোম > অপরাধ > চট্টগ্রাম

মিরসরাইয়ে মায়া হরিণ জবাই করে হত্যা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার পাহাড়ি অঞ্চলে এক সময় মায়া হরিণের বেশ বিচরণ ছিল। অসাধু বন কর্মকর্তাদের যোগসাজশে দিনদিন বিলুপ্তির পথে মায়া হরিণ। আজ সোমবার সকালে জবাই করা অবস্থায় রশি দিয়ে বাঁধা একটি মায়া হরিণ উদ্ধার করা হয়েছে। এতে জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

বন বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে মহামায়া বন বিট এলাকায় সরকারি বাগানে কর্মরত বিট অফিসের স্টাফরা একটি মায়া হরিণ জবাই করে ঝুলিয়ে রাখা অবস্থায় দেখতে পান। নতুন বাগান সৃজন কাজে নিয়োজিত বন বিভাগের স্টাফ হাসান, মো. গনি ও মো. মোর্শেদকে দেখে হরিণ শিকারে জড়িতরা পালিয়ে যায়। পরে হরিণটি উদ্ধার করে উপজেলা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন। 

পরিবেশ বিশেষজ্ঞ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক ও স্টামফোর্ড ইউনিভার্সিটি পরিবেশ বিভাগের ডিন ও চেয়ারম্যান ড. কামরুজ্জামান বলেন, ‘এভাবে বন্য প্রাণী হত্যা করা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বিপন্ন প্রজাতির পশুপাখির অভয়ারণ্য দিনদিন কমে যাচ্ছে। মানুষ প্রকৃতির ক্ষতি করে নিজেই নিজের ক্ষতি করছে। এদের আইনের আওতায় না নিয়ে আসলে অপরাধ আরও বাড়বে। আমরা এ বিষয়টি তদন্ত করব।’ 

মিরসরাই রেঞ্জ কর্মকর্তা আবু তাহের জানান, বিপন্ন প্রজাতির মায়া হরিণ শিকারের ঘটনায় মামলা করার সিদ্ধান্ত হয়েছে। জড়িতদের নাম তদন্তে বেরিয়ে এলে আইনের আওতায় আনা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, এত সুন্দর মায়া হরিণ যারা হত্যা করতে পারে তাঁদের দ্বারা সব ধরনের অপরাধ করা সম্ভব। মায়া হরিণ হত্যাকারীর বিরুদ্ধে মামলা হবে। অপরাধী যেই হোক তাঁকে শাস্তির আওতায় আনা হবে।

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা