হোম > অপরাধ > চট্টগ্রাম

কক্সবাজারে দুজনের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি

দস্যুতা ও লুণ্ঠনের দায়ে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এ সময় ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। একই মামলায় আরেক আসামির ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) রনজিত দাশ। তিনি বলেন, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার এবিসি ঘোনা এলাকার মো. আবু সিদ্দিক (৩৫) ও খুরুশকুলের গাজীর ডেইল এলাকার মনির আলম (২৭) এবং ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি হলেন খুরুশকুলের তেতৈয়ার মো. সেলিম প্রকাশ পুতু (৩০)।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৪ জানুয়ারি দুপুরের দিকে কক্সবাজার হিলডাউন সার্কিট হাউস গেট সংলগ্ন এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন কলেজছাত্র ইমরুল ইসলাম। এ সময় তাঁর সবকিছু কেড়ে নেওয়া হয়।

এ ঘটনায় ৬ জানুয়ারি তাঁর ভাই রবিউল হাসান বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা করেন। ওই বছরের ৫ মে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা। মামলায় মোট সাক্ষ্য দিয়েছেন ১০ জন।

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন