হোম > অপরাধ > চট্টগ্রাম

কক্সবাজারে দুজনের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি

দস্যুতা ও লুণ্ঠনের দায়ে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এ সময় ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। একই মামলায় আরেক আসামির ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) রনজিত দাশ। তিনি বলেন, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার এবিসি ঘোনা এলাকার মো. আবু সিদ্দিক (৩৫) ও খুরুশকুলের গাজীর ডেইল এলাকার মনির আলম (২৭) এবং ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি হলেন খুরুশকুলের তেতৈয়ার মো. সেলিম প্রকাশ পুতু (৩০)।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৪ জানুয়ারি দুপুরের দিকে কক্সবাজার হিলডাউন সার্কিট হাউস গেট সংলগ্ন এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন কলেজছাত্র ইমরুল ইসলাম। এ সময় তাঁর সবকিছু কেড়ে নেওয়া হয়।

এ ঘটনায় ৬ জানুয়ারি তাঁর ভাই রবিউল হাসান বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা করেন। ওই বছরের ৫ মে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা। মামলায় মোট সাক্ষ্য দিয়েছেন ১০ জন।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা