হোম > অপরাধ > চট্টগ্রাম

দিনদুপুরে কুপিয়ে স্বর্ণ লুট, বোমা ফাটিয়ে পালাল ডাকাত দল

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া-চরদরবেশ ইউনিয়নের সীমানায় জমাদার বাজারে অর্জুন স্বর্ণ শিল্পালয়ে ডাকাতির ঘটনা ঘটে। স্বর্ণ লুট করে বোমা ফাটিয়ে পালিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় দুই জন আহত হয়েছেন। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনীর পুলিশ সুপার জাকির হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাজারের লোকজন কম থাকে। অনেকে দোকান বন্ধ করে খাবার খেতে বাড়ি চলে যান। এই সুযোগ ডাকাত দল স্বর্ণের দোকানে প্রবেশ করে দোকানদার অর্জুন চন্দ্র ভাদুড়ীকে কুপিয়ে স্বর্ণ লুট করে। দোকান থেকে বের হওয়ার সময় পাশের দোকানের শহীদুল ইসলাম লেদু (৪৫) এগিয়ে এলে ডাকাত দল বোমা ফাটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এতে তিনি আহত হন। ডাকাতেরা চলে যাওয়ার পর স্থানীয়রা অর্জুন চন্দ্রকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর ছড়িয়ে পড়ার পর শত শত উৎসুক জনতা দোকানের সমানে ভিড় করে। দোকানের সামনে রক্তাক্ত জুতা পড়ে থাকতে দেখা গেছে। দোকানের ভেতরেও স্বর্ণ রাখার শোকেসের গ্লাসগুলো ভাঙা। মেঝেতে রক্তের দাগ দেখা গেছে। 

এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছায়। এরপর ক্রাইম সিন চিহ্নিত করে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়।

দোকানের কোনো কর্মচারী না থাকায় কতটুকু স্বর্ণ বা টাকা ছিল তা নির্দিষ্ট করে জানা যায়নি। তবে অনেক নারী এসে বলছেন, তাঁরা এই দোকানে স্বর্ণ বন্ধক রেখেছেন। 

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’ 

অর্জুন চন্দ্র ভাদুড়ী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রতন স্বর্ণকার বাড়ির দ্বিজেন্দ্র কুমার দাশের ছেলে।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি