হোম > অপরাধ > চট্টগ্রাম

মরিচের গুঁড়া ছিটিয়ে ব্যাগ ছিনতাই, ৫ কিশোর আটক  

প্রতিনিধি, (লোহাগাড়া) চট্টগ্রাম

লোহাগাড়ায় চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে এক বিকাশ এজেন্টের ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ কিশোরকে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার দিবাগত রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- মো. রকি (১৬), আবু তৈয়ব (১৬), মিনহাজ (১৭), জামাল (১৭) ও আলমগীর (১৬)। ছিনতাইয়ের শিকার আরফাত উল্লাহ (২০) উপজেলার চুনতি ইউনিয়নের এমচর হাট এলাকার মো. শাহ আলমের ছেলে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: জাকারিয়া রহমান জিকু জানান,  সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় তাদেরকে আটক করা হয়।

আরফাত উল্লাহ জানান, ব্যাংক লেনদেন সংক্রান্ত কাজে রোববার দুপুরে বটতলী বাসস্টেশনে আসেন। স্টেশনের সিকদার টাওয়ারের সামনে ৮-১০ জনের একদল কিশোর তাকে গতিরোধ করে। তাদের হাতে হকিষ্টিক ও মরিচের গুঁড়া ছিল। প্রতিবাদ করলে তারা মরিচের গুঁড়া চোখে ছিটিয়ে দিয়ে ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিজান ও সদস্য মামুন অর রশিদ বিষয়টি জানালে তারা লোহাগাড়া থানা পুলিশকে খবর দেন। লোহাগাড়া থানার এসআই জুযুৎসু যস চাকমা ও এসআই পার্থসারথি হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে রাতেই পাঁচ কিশোরকে আটক করে।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, ঘটনার পর সিসিটিভির ফুটেজ দেখে অভিযান চালানো হয়। পাঁচ কিশোরকে পুলিশ আটক করেছে। বাকিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল