হোম > অপরাধ > চট্টগ্রাম

কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টায় ওসি মিজানের মামলার রায় পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে কলেজছাত্রীকে হোটেলে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার ঘটনার অভিযুক্ত সাবেক পুলিশ পরিদর্শক মিজানুর রহমানের মামলার রায় পিছিয়ে আগামী ১৫ মে নির্ধারণ করেছেন আদালত।

আজ বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা নতুন করে এই তারিখ ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট খন্দকার আরিফুল আলম আজকের পত্রিকাকে বলেন, আদালতে এই মামলায় দুই আসামির বিচার কার্যক্রমে হাইকোর্টের স্থগিতাদেশের বিষয়ে তাঁদের আইনজীবী তুলে ধরেছিলেন। সেই প্রেক্ষিতে ট্রাইব্যুনালের বিচারক হাইকোর্টের ওই স্থগিতাদেশের সর্বশেষ অবস্থা জানানোর জন্য আদেশ জারি করে রায়ের তারিখ পিছিয়ে আগামী ১৫ মে নির্ধারণ করেছেন। এ ঘটনায় চকবাজারের ওই হোটেলের দুই কর্মচারীকেও আসামি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১১ সালের ১২ জুলাই নগরীর ফয়স লেক এলাকা থেকে ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী ও তাঁর বন্ধুকে তুলে নিয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান মিজান। তিনি ওসি মিজান নামে পরিচিত। এরপর নগরের চকবাজারে একটি হোটেলে দুজনকে আলাদা কক্ষে আটকে রেখে মেয়েটিকে ধর্ষণচেষ্টা চালান ওসি মিজান। এ সময় মেয়েটি হোটেলের বাথরুমের কাচ ভেঙে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন।

এ ঘটনায় ওই বছরের ১৬ জুলাই কলেজছাত্রীর বাবা বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় ওসি মিজানসহ তিনজনকে আসামি করে পৃথক ধারায় দুটি মামলা দায়ের করেন। মামলায় বাকি দুই আসামিরা হলেন, হোটেলটির কর্মচারী মো. শামসুদ্দিন মজুমদার ও তাজুল ইসলাম।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী কলেজছাত্রীর বাবার দায়ের করা দুটি মামলার মধ্যে একটি ছিল নারী নির্যাতন দমন আইনের ৭ / ৯ (৪)-খ ধারায়। আরেকটি ছিল, মেয়েটিকে তুলে নিয়ে মিথ্যা পরিচয় দিয়ে খালি স্ট্যাম্পে স্বাক্ষর করানো। প্রথম মামলায় ২০১১ সালের ১ ডিসেম্বর ট্রাইব্যুনালে ওসি মিজানসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। এ মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। তবে তিন আসামির মধ্যে দুই আসামি শামসুদ্দিন মজুমদার ও তাজুল ইসলামের বিচার কার্যক্রমের ওপর হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ থাকায় শুধুমাত্র মিজানুর রহমানের বিরুদ্ধে বিচার সম্পন্ন হয়েছে। চলতি বছর ৩০ এপ্রিল ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ বুধবার (১০ মে) এই মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয়েছিল।

উল্লেখ্য, ওই ঘটনার পর প্রায় সাড়ে তিন মাস পলাতক থাকার পর ওসি মিজান ২০১১ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম মহানগর মুখ্য হাকিমের আদালতে হাজির হলে বিচারক তাঁকে জেলহাজতে পাঠান। হাইকোর্টের আদেশে ২০১২ সালের জুলাই মাসে তিনি জামিনে মুক্তি পান। ওই ঘটনায় তিনি পুলিশের চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ