হোম > অপরাধ > চট্টগ্রাম

বিছানায় ছিল ২ মেয়ের লাশ, রশিতে ঝুলছিল মা 

 কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের একটি বাড়ি থেকে দুই কন্যা শিশু সন্তান ও মায়ের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈদগাঁও থানার পুলিশ তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ ওই বাড়িটি ঘিরে রেখেছে বলে জানিয়েছেন ঈদগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল হালিম। 

পুলিশ জানায়, ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুন অফিস কৈলাষের ঘোনা গ্রামের বাসিন্দা মৃত আজিজুর রহমানের ছেলে শহিদুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘরের কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁর স্ত্রী জিসান আকতারকে (২৫)। বিছানায় পাওয়া যায় তাদের দুই মেয়ে সাইফা শহিদ জাবিন (৫) ও সাইফা শহিদ জেরিনের (২) মরদেহ। বিকেল ৫টার দিকে তাদের মৃত্যুর ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। 

স্থানীয় মেম্বার নূর মোহাম্মদ জানান, শহিদুল হক ও তার ভাই জিয়াউল হক লবণের ব্যবসা করেন। কালে লবণ নিয়ে শহিদুল হক মহেশখালী গেছেন বলে শুনেছি। সন্ধ্যায় আমরা যখন পুলিশসহ ঘটনাস্থলে যায় তখনো শহিদুল হক কর্মস্থল থেকে ফেরেননি। 

পরিদর্শক আবদুল হালিম বলেন, কি কারণে এ ঘটনা ঘটেছে তা অনুসন্ধান পুলিশ কাজ করছে। 

ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম জানান, দ্বিতল বাড়িতে জিয়াউল হক নিচে ও শহিদুল হক উপড়ে বাস করেন। শহিদুলের শোয়ার ঘরেই মা-মেয়ের মরদেহগুলো পাওয়া গেছে। কেন এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম