হোম > অপরাধ > চট্টগ্রাম

কিশোরের কাঠের আঘাতে দিনমজুরের মৃত্যু

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী চাটখিল উপজেলায় জমিসংক্রান্ত বিরোধে কিশোরের (১৭) কাঠের আঘাতে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার পরকোট ইউনিয়নের পশ্চিম শোশালিয়া ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

নিহত আবুল বাসার (৪০) ওই ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত মনসুর আহমেদের ছেলে। 

স্থানীয়রা জানান, আজ দুপুর ১২টায় নিজ গ্রামের মোসারফ মডেল হাইস্কুল মাঠে আবুল বাসার ও তাঁর বড় ভাই ধানের খড় শুকানোর কাজ করছিলেন। এ সময় একই বাড়ির ফয়েজ আহমেদের ছেলে রেদোয়ান রাফির নেতৃত্বে একটি কিশোর গ্যাং এসে শক্ত কাঠ দিয়ে আবুল বাসারের মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস ইতি বলেন, হাসপাতালে নেওয়ার আগেই আবুল বাসারের মৃত্যু হয়েছে। 

নিহতের ভাতিজা মো. শামীম অভিযোগ করে বলেন, দুই দিন আগেই ফয়েজ আহমেদের সঙ্গে চাচার জমি নিয়ে ঝগড়া হয়। চাচা ফয়েজ আহমেদকে চড় মারে, সেই চড়েই সূত্রে আজকে তাঁর ছেলে রেদোয়ান রাফি ঘটনাটি ঘটিয়েছে। 

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে