হোম > সারা দেশ > চাঁদপুর

মতলব উত্তরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, তরুণ নিহত

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক তরুণ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক যুবক। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার গজরা ইউনিয়নের গজরা ছৈয়ালকান্দি ফায়ার সার্ভিস-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান বাবু (২১) মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদরভিটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি ছেংগারচর বাজারে একটি ফার্নিচারের দোকানে বার্নিশের কাজ করতেন। আর আহত আলমগীর হোসেন (৩৫) একই গ্রামের আদরভিটি গ্রামের আ. হান্নান সরকারের ছেলে।  

মতলব উত্তর থানার পুলিশ ও ছেয়ালকান্দি গ্রামের সোহেল রানা বলেন, রাত ১টার দিকে গজরা বাজারের যাত্রাপালা ‘কাজল রেখা’ দেখে ফেরার পথে গজরা ছৈয়ালকান্দি ফায়ার সার্ভিস-সংলগ্ন এলাকায় পৌঁছালে তাঁর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তাঁরা দুজনই আহত হন।

তাৎক্ষণিক মতলব উত্তর থানার মোবাইল টিম আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁদের অবস্থার অবনতি হওয়ায় ঢামেকে পাঠান। ঢাকা নেওয়ার পথে মেহেদী হাসান বাবু মারা যান।

এ বিষয়ে মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ বলেন, তারা দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি