হোম > অপরাধ > চট্টগ্রাম

বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন, ১৩ আসামির ১০ বছর করে কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জের জয়কৃষ্ণপুর গ্রামে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত ১৩ আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সবাইকে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।

জানা যায়, ২০২০ সালের ২ সেপ্টেম্বর ওই নারীর ঘরে ঢুকে সংঘবদ্ধভাবে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করেন মামলার প্রধান আসামি নুর হোসেন বাদল ও তাঁর লোকজন। নির্যাতনের সময় মোবাইলে ধারণকৃত ভিডিও ওই বছরের ৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। গণমাধ্যমের ভিডিও প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন। ওই দিন রাতে ১৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নির্যাতিতা। 

চলতি বছরের ৩ জানুয়ারি আসামি মোয়াজ্জেম হোসেন সোহাগ মেম্বারের সম্পৃক্ততা না থাকায় তাঁকে বাদ দিয়ে ১৩ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর মামুনুর রশিদ পাটোয়ারী। ৩০ কর্মদিবসে ৪০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর এ রায় প্রদান করা হয়। আসামিদের মধ্যে ৯ জন জেলহাজতে থাকলেও বাকি ৪ জন এখনো পলাতক রয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও অসন্তোষ প্রকাশ করেছেন মামলার আসামিপক্ষের আইনজীবীরা।

মানবাধিকার কর্মী ও নারী নেত্রীরা রায়কে স্বাগত জানিয়ে বলেন, এ রায় হওয়ায় আসামিরা ভবিষ্যতে এমন ধরনের অপরাধ নিয়ে ভীত থাকবে।

আসামীপক্ষের আইনজীবী বলেন, এ ঘটনার যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে আসামিদের দেখা যায়নি। কিন্তু কোনো প্রকার প্রমাণ ছাড়াই শুধু মামলার ভিত্তিতে আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেওয়ায় উচ্চ আদালতে আপিলের আবেদন করা হবে। 

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার