হোম > অপরাধ > চট্টগ্রাম

বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন, ১৩ আসামির ১০ বছর করে কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জের জয়কৃষ্ণপুর গ্রামে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত ১৩ আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সবাইকে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।

জানা যায়, ২০২০ সালের ২ সেপ্টেম্বর ওই নারীর ঘরে ঢুকে সংঘবদ্ধভাবে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করেন মামলার প্রধান আসামি নুর হোসেন বাদল ও তাঁর লোকজন। নির্যাতনের সময় মোবাইলে ধারণকৃত ভিডিও ওই বছরের ৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। গণমাধ্যমের ভিডিও প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন। ওই দিন রাতে ১৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নির্যাতিতা। 

চলতি বছরের ৩ জানুয়ারি আসামি মোয়াজ্জেম হোসেন সোহাগ মেম্বারের সম্পৃক্ততা না থাকায় তাঁকে বাদ দিয়ে ১৩ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর মামুনুর রশিদ পাটোয়ারী। ৩০ কর্মদিবসে ৪০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর এ রায় প্রদান করা হয়। আসামিদের মধ্যে ৯ জন জেলহাজতে থাকলেও বাকি ৪ জন এখনো পলাতক রয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও অসন্তোষ প্রকাশ করেছেন মামলার আসামিপক্ষের আইনজীবীরা।

মানবাধিকার কর্মী ও নারী নেত্রীরা রায়কে স্বাগত জানিয়ে বলেন, এ রায় হওয়ায় আসামিরা ভবিষ্যতে এমন ধরনের অপরাধ নিয়ে ভীত থাকবে।

আসামীপক্ষের আইনজীবী বলেন, এ ঘটনার যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে আসামিদের দেখা যায়নি। কিন্তু কোনো প্রকার প্রমাণ ছাড়াই শুধু মামলার ভিত্তিতে আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেওয়ায় উচ্চ আদালতে আপিলের আবেদন করা হবে। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল