কক্সবাজারের মহেশখালীতে একটি মক্তবে বিরোধের জের ধরে মৌলভি জিয়াউর রহমান (৫৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়ারকাটায় এ ঘটনা ঘটেছে।
নিহত মৌলভি জিয়াউর রহমান ওই এলাকার মৃত শাহাব উদ্দিনের ছেলে।
কুতুবজোম ইউনিয়নের চেয়ারম্যান শেখ কামাল বলেন, স্থানীয় একটি মক্তবের নিয়ন্ত্রণ নিয়ে শাহাব উদ্দিন বাপের গোষ্ঠী ও লালা বাপের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। এই বিরোধের জের ধরে মৌলভি জিয়াউর রহমানকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করেছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবণ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।