হোম > অপরাধ > চট্টগ্রাম

ওসিকে কনুই দিয়ে ধাক্কা, শিক্ষা উপমন্ত্রীর দেহরক্ষী ক্লোজড 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কনুই দিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগে নগর বিশেষ শাখার (সিটি এসবি) সহকারী উপপরিদর্শক (এএসআই) সন্তু শীলকে প্রত্যাহার করা হয়েছে। 

আজ মঙ্গলবার এক আদেশে সন্তুকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) লাইনে সংযুক্ত করার কথা বলা হয়েছে। একই দিন পৃথক আদেশে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের কথা বলা হয়েছে। 

সন্তু শীল প্রায় চার বছর ধরে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের দেহরক্ষী। 

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

এ বিষয়ে সিএমপি উপ-কমিশনার (সদর) আবদুল ওয়ারীশ জানান, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়ের নির্দেশনায় দুটি আদেশ আজ জারি হয়েছে। এ বিষয়ে সন্তু শীলের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য, নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকায় শিক্ষা উপমন্ত্রী নিজ সংসদীয় আসনে ঈদসামগ্রী বিতরণ করার সময় গত ২০ এপ্রিল দুপুরে কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবিরকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে এএসআই সন্তু শীলের বিরুদ্ধে। এরপর থানায় জিডি করেন ওসি জাহিদুল কবির। পাশাপাশি তিনি সিএমপি পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেন। 

থানায় জিডি এবং সিএমপি কমিশনারকে লিখিত অভিযোগ দেওয়ার পর বিষয়টি জানাজানি হয়। শুরু হয় নানা আলোচনা। এই পরিস্থিতিতে আজ সিএমপি কর্তৃপক্ষের তরফ থেকে সন্তু শীলকে প্রত্যাহার ও তদন্তের নির্দেশ এল। 

এ বিষয়ে জানতে চাইলে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিন বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রতিবেদনের জন্য আমাকে দায়িত্ব দেওয়ার কথা শুনেছি।’

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট