হোম > অপরাধ > বরিশাল

নিয়োগে ঘুষ-অনিয়ম বন্ধে বরগুনা জেলা প্রশাসকের গণবিজ্ঞপ্তি 

আমতলী (বরগুনা) প্রতিনিধি

গ্রাম পুলিশ, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় নিয়োগের নামে চাকরিপ্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। এ চক্রের হাত থেকে মানুষকে রক্ষায় গণবিজ্ঞপ্তি দিয়েছে বরগুনা জেলা প্রশাসক। 

আজ শুক্রবার বরগুনা জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম এ বিজ্ঞপ্তিটি জারি করেন। এতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ফিরে আসবে এবং নিয়োগে ঘুষ-বাণিজ্য ও অনিয়ম বন্ধ হবে। 

জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতারকদের প্রতারণা থেকে সাধারণ মানুষকে সচেতন করতে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে মাইকিং করে মানুষকে সচেতন করতে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা দ্রুতই উপজেলার সর্বত্র মাইকিং করবেন।’ 

এর আগে ১৫ বছর ধরে বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় গ্রাম পুলিশ, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় নিয়োগের নামে কিছু রাজনৈতিক নেতা চাকরিপ্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। কিন্তু ভুক্তভোগীরা এ বিষয়ে তাঁদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারছিলেন না। নীরবে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের কাছে তাঁরা হয়রানির শিকার হয়ে আসছেন। 

৭ জানুয়ারি সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু জয়লাভ করেন। এরপর তিনি নিয়োগে ঘুষ-বাণিজ্য বন্ধে প্রশাসনকে নির্দেশ দেন। এমপির এমন বক্তব্যে ভুক্তভোগীদের মধ্যে প্রতিবাদের সাহস জোগায়। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে নিয়োগে ঘুষ-বাণিজ্য ও অনিয়মের অভিযোগ দেন। এরই পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার গণবিজ্ঞপ্তি দেন জেলা প্রশাসক। 

এদিকে গণবিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু ও বরগুনা জেলা প্রশাসকের ভূয়সী প্রশংসা করেছেন।

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর