হোম > অপরাধ > বরিশাল

হারানো অর্ধশতাধিক মোবাইল ফোন মালিককে ফিরিয়ে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে গত এক মাসে (মার্চ) হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ। 

পুলিশ সুপার রেজওয়ান আহমেদ বলেন, জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও সাইবার অপরাধ দমন ইউনিটের চৌকস সদস্যরা দেশের বিভিন্ন জেলা থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করেছেন। উদ্ধার করা মোবাইলগুলো জেলা পুলিশের ১০টি থানা এলাকা থেকে হারিয়ে গিয়েছিল। 

এ বিষয়ে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁর একটি ফটোকপি জমা দিয়েছিলেন। এরপর দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ আরও বলেন, এর আগেও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরাধীরা বেশির ভাগ ক্ষেত্রে পুরোনো ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল, ল্যাপটপ, ট্যাব) ব্যবহার করে অপরাধমূলক কাজ করে থাকে। তাই পুরোনো মোবাইল, ল্যাপটপ, ট্যাব কেনার আগে সঠিকভাবে প্রকৃত মালিক সম্পর্কে অবগত হওয়ার আহ্বান জানান তিনি।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা