হোম > অপরাধ > বরিশাল

ভোলার তজুমদ্দিনে নেশা জাতীয় দ্রব্য স্প্রে করে ডাকাতি

প্রতিনিধি, তজুমদ্দিন (ভোলা)

ভোলার তজুমদ্দিনে ঘরের মধ্যে নেশা জাতীয় দ্রব্য স্প্রে করে ডাকাতির ঘটনা ঘটেছে। রাতে এ স্প্রে দিয়ে বাসিন্দাদের অজ্ঞান করে জানালার গ্রীল ভেঙ্গে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইলসহ মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অচেতন চারজনকে বাসায় চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, মঙ্গলবার (৬ এপ্রিল) উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কালাশা গ্রামের রুহুল আমিন মাষ্টারের বাসার সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান। পুলিশের ধারণা, সবাই ঘুমিয়ে গেলে ঘরের বাহির থেকে ভিতরে নেশা জাতীয় দ্রব্য স্প্রে করলে ঘরের সবাই অচেতন হয়ে পড়ে। এই সুযোগে জানালার গ্রীল ভেঙ্গে ঘরে ডুকে দুর্বৃত্তরা ৭/৮ ভরি স্বর্ণ, নগদ ১০ হাজার টাকা, ৩টি মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

পরদিন সকালে ইয়াছমিন বেগম হেলেন নামের এক নারী ডিমের জন্য এসে এ অবস্থা দেখে এলাকার লোকজন ডাকেন। এ ঘটনায় অচেতনরা হলেন- আলহাজ্ব রুহুল আমিন হাওলাদার (৭৫), রিজিয়া বেগম (৭০), হাফসা বেগম (৩০) ও সাইফা (১০)। করোনার কারণে তাঁদের হাসাপাতালে না এনে বাসায় চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারকে থানায় এসে আইনগত সহায়তা নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ