হোম > অপরাধ > বরিশাল

ভোলায় যুবলীগ নেতা টিটু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি

ভোলায় আলোচিত যুবলীগ নেতা খোরশেদ আলম টিটুকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামি জামাল উদ্দিন ওরফে চকেট জামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে জামাল উদ্দিনকে ভোলায় আনা হয়েছে বলে জানিয়েছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন।

জানা যায়, গত ১১ নভেম্বর দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের নির্বাচনে নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী ডাক্তার নাসির উদ্দিন নান্নু বিজয়ী হন। তিনি বিজয়ী হওয়ার পর গত ২৬ নভেম্বর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের সমাবেশ ও দাওয়াত খেতে তাঁর নেতাকর্মীসহ লোকজন মদনপুর চরে যান। দুপুরের দাওয়াত খেয়ে বিকেলে ডাক্তার নাসির উদ্দিন নান্নু ও তাঁর কর্মীসহ প্রায় ৬০-৭০ জন মদনপুর থেকে নাসির মাঝি ঘাটের উদ্দেশে ট্রলারে করে ফিরছিলেন। এ সময় স্পিডবোট থেকে অস্ত্রধারীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মাথায় গুলিবিদ্ধ হন যুবলীগের নেতা খোরশেদ আলম টিটু। এ ঘটনায় আবদুল খালেক, হারুনসহ অন্তত আরও তিন জন আহত হয়েছেন। চকেট জামাল গ্রুপ এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন টিটুর স্বজন ও নান্নু চেয়ারম্যান। 

খোরশেদ আলম টিটু নিহত হওয়ার ঘটনায় জামাল উদ্দিন চকেটকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই হানিফ ভুট্টু। পুলিশ ওই দিন রাতেই আবুল বাশার নামের একজনকে গ্রেপ্তার করে। বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন নিহত টিটুর পরিবারসহ আওয়ামী লীগের একটি গ্রুপ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে আজ পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানাবেন। 

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা