বরিশালের গৌরনদীতে বুদ্ধি প্রতিবন্ধী (১১) এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে সিদ্দিক সরদার (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
জানা যায়, অভিযুক্ত সিদ্দিক সরদার ছেলের বউ শিশুটির খালা হন। ভুক্তভোগী শিশুটির বাবা-মা না থাকায় তার খালা তাকে নিজের কাছে রাখেন। এই সুযোগে একাধিকবার ধর্ষণ করে সিদ্দিক। একপর্যায়ে শিশুটি তার খালাকে বিষয়টি জানায়। এরপর সিদ্দিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন তার খালা।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, বুদ্ধি প্রতিবন্ধী পালিত নাতনিকে একাধিকবার ধর্ষণের অভিযোগ এনে ভুক্তভোগীর খালা বাদী হয়ে রোববার রাতে থানায় মামলা দায়ের করেন। এরপর রাতেই অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামি সিদ্দিক সরদার গ্রেপ্তার করা হয়েছে।