হোম > অপরাধ > বরিশাল

ভোলায় এক দিনে ছাত্রলীগের নেতাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি

ভোলায় গত এক দিনে ছাত্রলীগের নেতাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. ফজলে রাব্বী (৪২), মো. আব্দুল অজুত (২৪), মো. মাঈনুদ্দিন (৫২), ছাত্রলীগের নেতা ইয়াছিন আরাফাত (২৬) ও জুয়েল মিজি (২৩)। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ গত সোমবার বিকেলে ভোলা উপজেলার সদর রোড মডেল প্রিন্স আবাসিক হোটেলের তৃতীয় তলায় ১/২ নম্বর কক্ষ থেকে মাদক ব্যবসায়ী মো. ফজলে রাব্বীকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। 

একই দিন বেলা আড়াইটার দিকে ডিবি পুলিশের দল সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুসাকান্দি গ্রাম থেকে কবির হাওলাদারের বাড়ির উত্তর পাশে জমি থেকে মাদক ব্যবসায়ী মো. আব্দুল অজুতকে গ্রেপ্তার করেছে। তাঁর কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

এর আগে গত সোমবার দুপুর দেড়টার দিকে ডিবি পুলিশ দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাজীর হাটবাজারের টোলঘর থেকে মাদক ব্যবসায়ী মো. মাঈনুদ্দিনকে ৮০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। 

ওই দিন বেলা পৌনে ২টার দিকে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন থেকে মাদক কারবারি ছাত্রলীগের নেতা ইয়াছিন আরাফাত ও মাদক ব্যবসায়ী জুয়েল মিজিকে গ্রেপ্তার করে ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশ। তাঁদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। 

ভোলা ডিবি পুলিশের ওসি শেখ মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। 

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা