হোম > অপরাধ > বরিশাল

ভোলায় এক দিনে ছাত্রলীগের নেতাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি

ভোলায় গত এক দিনে ছাত্রলীগের নেতাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. ফজলে রাব্বী (৪২), মো. আব্দুল অজুত (২৪), মো. মাঈনুদ্দিন (৫২), ছাত্রলীগের নেতা ইয়াছিন আরাফাত (২৬) ও জুয়েল মিজি (২৩)। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ গত সোমবার বিকেলে ভোলা উপজেলার সদর রোড মডেল প্রিন্স আবাসিক হোটেলের তৃতীয় তলায় ১/২ নম্বর কক্ষ থেকে মাদক ব্যবসায়ী মো. ফজলে রাব্বীকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। 

একই দিন বেলা আড়াইটার দিকে ডিবি পুলিশের দল সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুসাকান্দি গ্রাম থেকে কবির হাওলাদারের বাড়ির উত্তর পাশে জমি থেকে মাদক ব্যবসায়ী মো. আব্দুল অজুতকে গ্রেপ্তার করেছে। তাঁর কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

এর আগে গত সোমবার দুপুর দেড়টার দিকে ডিবি পুলিশ দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাজীর হাটবাজারের টোলঘর থেকে মাদক ব্যবসায়ী মো. মাঈনুদ্দিনকে ৮০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। 

ওই দিন বেলা পৌনে ২টার দিকে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন থেকে মাদক কারবারি ছাত্রলীগের নেতা ইয়াছিন আরাফাত ও মাদক ব্যবসায়ী জুয়েল মিজিকে গ্রেপ্তার করে ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশ। তাঁদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। 

ভোলা ডিবি পুলিশের ওসি শেখ মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। 

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম