হোম > অপরাধ > বরিশাল

৪ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাবা গ্রেপ্তার 

বরগুনা প্রতিনিধি

বরগুনার বামনায় চারছরের শিশুকন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে বাবা ইউসুফ খানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে শিশুটির মা থানায় মামলা করলে রাত ১০টার দিকে ইউসুফ খানকে গ্রেপ্তার করে পুলিশ বামনা থানা-পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম। 

গ্রেপ্তারকৃত ইউসুফের বাড়ি বামনার গোলাঘাটা এলাকায়। সেখানে একটি সরকারি আবাসন কক্ষে এ দম্পতি বসবাস করে। তিনি পেশায় একজন বালির কার্গোর শ্রমিক। 

মামলার বাদী শিশুটির মা বলেন, ‘একদিন গভীর রাতে আমার স্বামী ইউসুফ মেয়ের যৌনাঙ্গে হাত দিয়ে নিপীড়ন চালাচ্ছে দেখতে পেয়ে আমি রাগে তাঁকে চড় দিয়েছি। সে বিষয়টি অস্বীকার করে এড়িয়ে গিয়েছে। কিন্তু সে এ কাজ বন্ধ করেনি। সবশেষ গত শনিবার আমি এ অবস্থায় হাতেনাতে ধরি এবং বিষয়টি নিয়ে আমাদের মধ্যে হাতাহাতি হয়। লজ্জায় কাউকে না জানিয়ে আমি এত দিন গোপনে চিকিৎসা করিয়েছি।’ 

শিশুটির মা আরও বলেন, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে তাঁর কলহ চলছিল। প্রায় ৭-৮ মাস আগে তাঁর অবর্তমানে তাদের ৪ বছরের শিশু কন্যাকে যৌন নিপীড়ন করেন তাঁর স্বামী। তখন শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি গোপন রেখে তাঁর স্বামী বরগুনা এনে শিশুটির চিকিৎসা করান। গত শনিবার শিশুটি যৌনাঙ্গে প্রদাহ হয়ে আবারও অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে পিরোজপুরের মঠবাড়িয়া ও পরে সেখানকার চিকিৎসকদের পরামর্শে বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়। 

বরগুনা জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক ডা. তাজকিয়া সিদ্দিকা  বলেন, ‘শিশুটির যৌনাঙ্গে ইনফেকশন হয়েছে। আমরা তার সুচিকিৎসা দিচ্ছি।’ 

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম বলেন, ‘সোমবার রাতে স্বামীর বিরুদ্ধে বামনা থানায় মামলা করেন শিশুটির মা। পুলিশ তাৎক্ষণিক শিশুটির বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বরগুনা জেলহাজতে পাঠানো হয়েছে।’ 

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ