হোম > অপরাধ > বরিশাল

ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বামীকে ডিভোর্স দেওয়ায় ইসরাত জাহান (৩২) নামে এক নারীকে পিটিয়ে জখম করেছেন স্বামী মহসিন পলাশ। এ ঘটনায় মামলা হলে গতকাল শনিবার অভিযুক্ত স্বামী মহসিন পলাশকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পুলিশ।

গত শুক্রবার সন্ধ্যায় শহরের গয়ালীপাড়া এলাকায় ওই নারীর ওপর এই হামলার ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত মহসিন শহরের নিউমার্কেট এলাকার জালাল পণ্ডিতের ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৮ বছর আগে মহসিন পলাশের সঙ্গে ইসরাত জাহানের বিয়ে হয়। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। স্ত্রী ইসরাত জাহান স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে পলাশকে সম্প্রতি ডিভোর্স দেন। এরপর মেয়ে আবিদাকে (১৫) নিয়ে শহরের গয়ালীপাড়ায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন। এতে পলাশ ক্ষিপ্ত হয়ে শুক্রবার সন্ধ্যায় ওই বাসায় গিয়ে ইসরাত জাহানকে পিটিয়ে গুরুতর জখম করেন। এ সময় প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ মহসিন পলাশকে ঘটনাস্থল থেকে আটক করে। স্থানীয়রা গুরুতর আহত ইসরাত জাহানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মহসিন পলাশ বলেন, `প্রবাসে থাকা অবস্থায় স্ত্রীর কাছে কয়েক লাখ টাকা পাঠিয়েছি, যার কোনো হদিস নেই। দেশে এসে টাকার হিসাব চাইলে আমাকে ডিভোর্স দিয়ে দেয়।'

মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বলেন, আহত নারীর ভাই চারজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ঘটনাস্থল থেকেই মহসিন পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন