হোম > অপরাধ > বরিশাল

দুর্বৃত্তদের হামলায় নিহত ইউপি সদস্যের মা, গুরুতর আহত বাবা

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ার পূর্ব পাটিখালঘাটা গ্রামে দুর্বৃত্তদের রামদার এলোপাথারী কোপে ইউপি সদস্যের মা হাসিনা বেগম (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা মো. জালাল জমাদ্দার। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে পূর্ব পাটিখালঘাটা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রিপন জমাদ্দারের বাড়িতে এ ঘটনা ঘটে। 

জানা যায়, ১৪ / ১৫ জনের একটি দল সিঁধ কেটে ঘরে ঢুকে ইউপি সদস্য রিপনের ঘুমন্ত মা হাসিনা বেগম ও পিতা জালাল জমাদ্দারকে রামদা দিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর আহত করেন। এ সময় ঘটনাস্থলেই হাসিনা বেগমের মৃত্যু হয়। জালাল জমাদ্দারকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে (আমুয়া) ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

ইউপি সদস্য রিপন জমাদ্দার বলেন, `আমার প্রতিপক্ষরা আমাকে হত্যার উদ্দেশ্যে সিঁধ কেটে ঘরে ঢোকে। আমি রাতে অন্য বাড়িতে থাকায় সন্ত্রাসীরা আমাকে না পেয়ে মাকে হত্যা করে এবং বাবাকে কুপিয়ে গুরুতর আহত করে।' 

আজ শুক্রবার সকালে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়সহ পুলিশের একটি দল ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর সার্কেল) মো. মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এ বিষয় কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় বলেন, `সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং ঘরের ভেতর হাসিনা বেগমের মরদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে।' 

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ