হোম > অপরাধ > বরিশাল

দুর্বৃত্তদের হামলায় নিহত ইউপি সদস্যের মা, গুরুতর আহত বাবা

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ার পূর্ব পাটিখালঘাটা গ্রামে দুর্বৃত্তদের রামদার এলোপাথারী কোপে ইউপি সদস্যের মা হাসিনা বেগম (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা মো. জালাল জমাদ্দার। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে পূর্ব পাটিখালঘাটা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রিপন জমাদ্দারের বাড়িতে এ ঘটনা ঘটে। 

জানা যায়, ১৪ / ১৫ জনের একটি দল সিঁধ কেটে ঘরে ঢুকে ইউপি সদস্য রিপনের ঘুমন্ত মা হাসিনা বেগম ও পিতা জালাল জমাদ্দারকে রামদা দিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর আহত করেন। এ সময় ঘটনাস্থলেই হাসিনা বেগমের মৃত্যু হয়। জালাল জমাদ্দারকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে (আমুয়া) ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

ইউপি সদস্য রিপন জমাদ্দার বলেন, `আমার প্রতিপক্ষরা আমাকে হত্যার উদ্দেশ্যে সিঁধ কেটে ঘরে ঢোকে। আমি রাতে অন্য বাড়িতে থাকায় সন্ত্রাসীরা আমাকে না পেয়ে মাকে হত্যা করে এবং বাবাকে কুপিয়ে গুরুতর আহত করে।' 

আজ শুক্রবার সকালে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়সহ পুলিশের একটি দল ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর সার্কেল) মো. মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এ বিষয় কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় বলেন, `সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং ঘরের ভেতর হাসিনা বেগমের মরদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে।' 

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু