হোম > অপরাধ > বরিশাল

কুয়াকাটায় পর্যটক মারধরের ঘটনায় দুই তরুণ কারাগারে 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে আসা পাঁচ পর্যটককে আটকে রেখে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় দুই তরুণকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। আজ রোববার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। 

এর আগে গতকাল শনিবার বিকেলে কুয়াকাটা জিরো পয়েন্ট-সংলগ্ন হোটেল কুটুমবাড়ির সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বায়জিদ (২২) ও তানভীর শান্ত (২৩)। বায়জিদ স্থানীয় লতাচাপলী ইউনিয়নের আসালতখা পাড়ার আবু ছালামের ছেলে এবং তানভীর কুয়াকাটার নবীনপুর এলাকার ফোরকান দফাদারের ছেলে। 

স্থানীয়রা জানান, বরগুনার আমতলী থেকে আসা তিন মেয়ে ও দুই ছেলে শনিবার সকালে কুয়াকাটায় ঘোরাঘুরি শেষে বিকেলে ফিরে যাচ্ছিলেন। পথে আনন্দবাড়ি গেস্ট হাউসের সামনে তাঁদের পথ রোধ করে মারধর করেন চার-পাঁচ তরুণ। সঙ্গে থাকা প্রায় ১৩ হাজার ৭০০ টাকা ছিনতাই করে নিয়ে যান তাঁরা। পরে দুই ছেলে পর্যটককে আলাদা করে মেয়েদের নিয়ে হোটেল কুটুমবাড়ির সামনে যান। খবর পেয়ে পুলিশ তাঁদের সেখান থেকে উদ্ধার করে। এ ঘটনায় শনিবার রাতে মহিপুর থানায় ছয়জনকে বাদী করে মামলা করেন ভুক্তভোগীরা। 

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পর্যটকদের উদ্ধার করে। এ সময় দুই তরুণকে আটক করে, তবে বাকিরা পালিয়ে যান। 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের বলেন, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে ট্যুরিস্ট পুলিশ দুজনকে থানায় হস্তান্তর করেছে। মামলা শেষে তাঁদের রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০