হোম > অপরাধ > বরিশাল

স্কুলের কর্মচারীর বিরুদ্ধে শিক্ষিকার শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরে ৭২ নম্বর শেখমাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী মো. আলমগীর হোসেন হাওলাদারের বিরুদ্ধে শিক্ষিকার শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি চেপে যাওয়ার জন্য অভিযুক্তের চাচা স্কুলশিক্ষক মো. সাইদুর রহমান হাওলাদার চাপ দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা গেছে, গত সোমবার (২৫ জুলাই) স্কুল ছুটির পর ওই শিক্ষিকা শিক্ষকদের কক্ষ থেকে বের হওয়ার সময় নৈশপ্রহরী আলমগীর হোসেন তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন।

ভুক্তভোগী ওই স্কুল শিক্ষিকার সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, ‘আলমগীর শয়তানের প্ররোচনায় দুষ্টামি করেছে। আমি ওই সময় তাকে কয়েকটি থাপ্পড় দিয়েছি। বিষয়টি তার চাচা স্কুলশিক্ষক সাইদুর রহমান এসে বিচার করেছেন। পরবর্তীতে সে কখনো এমন করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।’

জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি হালদার বলেন, ‘বিষয়টি নিয়ে নিউজ করার দরকার নাই। তেমন কোনো ঘটনা না, মিট করে দিয়েছি।’

অভিযুক্ত নৈশপ্রহরীর ফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি জবাব দেননি।

নৈশপ্রহরীর চাচা স্কুলশিক্ষক সাঈদুর রহমান বলেন, এ বিষয়ে কোনো মীমাংসা তিনি করেননি। এমনকি ওই ধরনের কোনো বৈঠকে যাননি বলেও দাবি করেন।

জানতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু বলেন, ‘এ ঘটনার পর স্থানীয় অনেকেই ফোন দিয়ে আমাকে বিষয়টি জানিয়েছেন।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাশার বলেন, ‘গত বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে বিষয়টি শুনেছি। আগামী রোববার (৩১ জুলাই) অফিসে গিয়ে তারপর ওই স্কুলে যাব।’

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ